Pushpa 2 The Rule box office collection day 9: সুকুমারের পুষ্পা ২ বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে চলেছে দ্বিতীয় সপ্তাহে এসেও। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাশ ফাসিল অভিনীত সিনেমাটি ৯ দিন পূর্ণ করে ফেলেছে। Sacnilk.com জানিয়েছে, মুক্তির দ্বিতীয় শুক্রবার ছবিটি ভারতে ৩০ কোটির বেশি রুপি আয় করেছে। [
আরও পড়ুন: ‘পাতাল লোক সিজন ২’ র নতুন পোস্টার দিল অ্যামাজন প্রাইম, ৪ বছরের অপেক্ষার অবশেষে অবসান
পুষ্পা ২: দ্য রুল বক্স অফিস কালেকশন
ওয়েবসাইটটি জানিয়েছে যে ছবিটি সমস্ত ভাষা মিলিয়ে দ্বিতীয় শুক্রবারে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছে, যা ৯ দিনের পুষ্পা ২-র ভারতে মোট আয় নিয়ে গিয়েছে ৭৫৮.৯৩ কোটিতে। ছবিটির প্রথম সপ্তাহের সংগ্রহ ৭২৫.৮ কোটি টাকা। যার মধ্যে প্রিমিয়ারের দিনই ১০.৬৫ কোটি টাকা আয় হয়। আর প্রথম দিন পুষ্পা ২ খাতা খোলে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে পুষ্পা ২। এরপর সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারে ছবিটি আয় করেছে ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি রুপি এবং ৩৭.৪৫ কোটি রুপি।
মোট ভারতে প্রায় ৭৫৮.৯৩ কোটি রুপিতে নিয়ে গেছে। ছবিটির প্রথম সপ্তাহের সংগ্রহ দাঁড়িয়েছে ৭২৫.৮ কোটি টাকা, যার প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা এবং প্রথম দিনে ১৬৪.২৫ কোটি রুপি আয় করেছে। প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে ছবিটি। পুরো সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারে ছবিটি আয় করেছে ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি রুপি।
শুক্রবার গ্রেফতার হন আল্লু অর্জুন
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ার চলাকালীন সেখানে হাজিরা দিয়েছিলেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা-সহ ছবির বাকিটিম। স্বভাবতই এই সুপারস্টারকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতে পদপিষ্ঠ হয়ে মারা যান ৩১ বছরের এক মহিলা। মারাত্মক অসুস্থ অবস্থায় সেই মহিলার ছেলেকে ভর্তি করানো হয় হাসপাতালে। শুক্রবার পুলিশ আল্লুকে গ্রেফতার করে অনিচ্ছাকৃত খুনের চার্জে।
গ্রেফতারির পর নামপল্লি আদালত অর্জুনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। যদিও শুক্রবার সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট অর্জুনকে ৪ সপ্তাহের অর্থাৎ ২৮ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। এভাবে এই কেসে আল্লুকে গ্রেফতারি নিয়ে সোচ্চার হয়েছেন বরুণ ধাওয়ান, নানি, রশ্মিকা মন্দনা, রাম গোপাল ভার্মা, বিবেক ওবেরয়ের মতো অসংখ্য সেলিব্রিটি।