২০২১-এ মুক্তি পেতেই গোটা দেশে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের 'পুষ্পা'। এরপর থেকেই 'পুষ্পা'র নাম ভারতীয় সিনেমার দর্শকদের মুখে মুখে ঘুরেছে। সে ছবিতে আইটেম নম্বর ‘উ অন্তভা’ গানে নেচে বহু পুরুষের হৃদয় চুরি করেছিলেন সামান্থা রুথ প্রভু। আর এবার আসছে ‘পুষ্পা-২’। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে উন্মদনা তুঙ্গে। বক্স অফিসে ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। তারই মাঝে সামনে এল এই ছবির আইটেম সং 'কিশিক'।
তবে এবার আর সামান্থা নন, 'কিশিক' গানে আল্লু অর্জুনের সঙ্গে নাচলেন দক্ষিণী সুন্দরী শ্রীলীলা। যদিও এখনও গানের সম্পূর্ণ ভিডিয়ো সামনে আনা হয়নি। এসেছে শুধুই অডিও। অর্থাৎ দুধের সাধ আপাতত ঘোলে মেটাতে চাইছে 'পুষ্পা-২' নির্মাতারা। তবে নেটিজেনদের কি পছন্দ হল?
রবিবার গানটি ইউটিউবে মুক্তি পেতেই এর এখনও পর্যন্ত হিন্দি সংস্করণে ভিউ হয়েছে প্রায় ১১, ৯৯৭, ৫৭২, লাইক পড়েছে ৩.২ লক্ষেরও বেশি। তবে তেলুগু সংস্করণ প্রায় ৫ লক্ষ লাইক ও ২,৯৬,৫১৮২৪ ভিউ হয়েছে। যদিও ইউটিউবে গানের নিচে কমেন্ট বলছে এক্কেবারেই গানটি পছন্দ হয়নি নেটপাড়ার।
এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, 'মুডই খারাপ কর দিয়া (মেজাজটাই খারাপ করে দিল)' কারোর কটাক্ষ, ‘ঢিনচ্যাক পূজা-র প্রোডাকশনের গান’, কারোর হতাশ হয়ে মন্তব্য, ‘এটা কী বানিয়েছেন ভাই, এর থেকে ২০২১ উ-অন্তভা লক্ষগুন ভালো’, কারোর কথায়, ‘উ অন্তভা গানে সামান্থা আগুন ধরিয়ে দিয়েছিলেন, আর ইনি কে!’ কারোর কথায়, ‘এখন বুঝতে পারছি শ্রদ্ধা কাপুর কেন গানটি ফিরিয়ে দিয়েছিলেন!’ কেউ বলেছেন, ‘সামান্থা উ অন্তভার কাছে কিশিক ডাহা ফেল’ যদিও এরই মধ্যে কেউ কেউ এই গানেরও প্রশংসা করেছেন।
প্রসঙ্গত 'কিশিক' গানটি গেয়েছেন লতিকা ও সুব্লাশিনী, গানের গীতিকার রাকিব আলম, সুর দিয়েছেন DSP। প্রসঙ্গত সুকুমার পরিচালক পুষ্পা-২ মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।