৫ ডিসেম্বর মুক্তি পেল পুষ্পা ২। আর এদিন হায়দরাবাদের প্রিমিয়ার শোতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হুজুগের চোট আর আল্লু অর্জুনকে ভালোবাসে তাঁর ছবি দেখতে উপচে পড়েছিল ভিড়। তাতেই লেগে যায় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা। এবার গোটা ঘটনাটা নিয়ে মুখ খুললেন মৃতার স্বামী।
কী ঘটেছে? কী জানালেন মৃতার স্বামী?
এদিন বছর ৩৫ এর সেই মহিলা যিনি হায়দরাবাদে পুষ্পা ২ ছবিটির প্রিমিয়ার শোতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তাঁর স্বামী ভীষণ ভাবে ভেঙে পড়েছেন। এই আকস্মিক ঘটনা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। জানিয়েছেন, 'স্ত্রীকে হারানোর এই যন্ত্রণা নিতে পারছি না।' ভাস্কর অর্থাৎ সেই মহিলা রেবতীর স্বামী জানিয়েছেন তাঁরা গোটা পরিবার মিলে ঠিক করেছিলেন পুষ্পা ২ ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবেন কারণ তাঁদের ৯ বছরের ছেলে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দারুণ ভক্ত। সেই খুদেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ভাস্কর এদিন জানিয়েছেন, 'আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা ছবিটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।'
বুধবার মধ্যরাতে আল্লু অর্জুনের অগণিত ভক্তরা সন্ধ্যা সিনেমা হলের সামনে রাতে ভিড় জমিয়েছিলেন এক ঝলক অভিনেতাকে দেখার আশায়। সেখানে অভিনেতা ছবির পরিচালক দেবী শ্রী প্রসাদের সঙ্গে এসেছিলেন স্পেশ্যাল স্ক্রিনিংয়ের জন্য। সেই সময়ই রেবতী এবং তেজা সিনেমা হলে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই ধাক্কাধাক্কিতে তাঁরা পড়ে যান এবং দমবন্ধ হয়ে অচেতন হয়ে যান বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির আঁচ পশ্চিমবঙ্গে! ওপার বাংলার হিন্দু নিপীড়নের প্রতিবাদে রেজওয়ানাকে বয়কটের দাবি
ভাস্করের ছেলেকে ঘটনাস্থলেই CPR দেওয়া হয়। তাতে তার জ্ঞান ফেরে। এরপর মা এবং ছেলে দুজনকেই দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই ঘটনার পরই মৃত্যু হয় রেবতীর। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় কিশোরকে। বর্তমানে তার অবস্থা সঙ্কটজনক।