গ্রেফতার আল্লু অর্জুন! সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২ দ্য রুল স্ক্রিনিং চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় জনপ্রিয় তেলুগু তারকাকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে তাঁর নতুন ছবি 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার এবং তাঁর নয় বছর বয়সী ছেলে হাসপাতালে জীবনযুদ্ধ চালাচ্ছে। আরও পড়ুন-‘মেয়ে সব থেকে বেশি বকে, আমি সর্বেসর্বা মনোভাব আমার চার সন্তানের নেই’, অকপট মিঠুন
এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায়। এদিন নায়ককে গ্রেফতার করতে পৌঁছায় হায়দরাবাদ পুলিশের দল। কিন্তু গ্রেফতারির সময় যে ছবি ধরা পড়ল তা রীতিমতো অবাক করা। একদম রি-ল্যাক্স মুডে পাওয়া গেল পর্দার পুষ্পারাজকে। পরনে সাদা টি-শার্ট আর প্যান্টে। টি-শার্টে লেখা রয়েছে পুষ্পারাজের জনপ্রিয় সংলাপ, ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায় মেঁয়’। অর্থাৎ ‘ঝুকেগা নেহি’ সোয়্যাগ নিয়েই এদিন পুলিশের সঙ্গে থানায় গেলেন সুপারস্টার।
ভিডিয়োতে আরও দেখা গেল পুলিশ যখন তাঁর বাড়িতে নায়ককে হেফাজতে নেওয়ার অপেক্ষায়, তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন। মুখে হাসি। বাবা আল্লু অরবিন্দ, ভাই আল্লু শিরিশের সঙ্গে গল্প জুড়লেন তিনি। এরপর স্ত্রী আল্লু স্নেহা রেড্ডিকে চুমু দিলেন, বাড়ি ছাড়ার আগে। সঙ্গে পুলিশকে সাবধানবাণী, ‘আপনারা আমার বেডরুমে ঢুকে ঠিক করেননি’।
৪ ডিসেম্বর রাতে অভিনেতাকে এক ঝলক দেখার জন্য ব্যস্ত আরটিসি চৌরাস্তায় সন্ধ্যা থিয়েটারে ভক্তদের ভিড় উপচে পড়েছিল, যার জেরেই ঘটে দুর্ঘটনা । পুলিশ জানিয়েছে, মৃতের নাম রেবতী। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে শ্রী তেজাও, সে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ এবং ১১৮(১) ধারায় চিক্কাদপল্লি থানায় অভিনেতা, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারির পর ইতিমধ্যেই অভিনেতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য অসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আল্লু অর্জুনের প্রতিক্রিয়া
বুধবারই আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেন এবং আবেদনের নিষ্পত্তি না হওয়া তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। শুনানির আগেই আল্লুকে গ্রেফতার করল পুলিশ। এর আগে মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা।
ওদিকে আল্লুর গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়া দু-ভাগে বিভক্ত। গ্রেফতারির সময় আল্লুর ভাবলেশহীন মনোভাবের সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ। আবার ভক্তরা বলছে,এবার পুষ্পা ২-কে ২০০০ কোটির গণ্ডি ছোঁয়া থেকে কেউ রুখতে পারবে না।