গত ৫ ডিসেম্বর সারা ভারতবর্ষে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২ দ্য রুল’। সুকুমার পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই ১৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়, বিগেস্ট ইন্ডিয়ান ওপেনার খেতাব পেয়েছে এই সিনেমাটি। তবে সিনেমা মুক্তির প্রাক্কালে হায়দ্রাবাদের ঘটে যাওয়া একটি ঘটনায় সমস্যায় পড়েন অভিনেতা আল্লু অর্জুন।
সিনেমা মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর সন্ধ্যায় সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। তবে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ঠেলাঠেলি শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে। ঠেলাঠেলির মধ্যে মাটিতে পড়ে যান এক মহিলা ও তাঁর ১৩ বছরের ছেলে। ছেলেটি গুরুতর জখম হলেও ৩৫ বছর বয়সী রেবতী নামের ওই মহিলার মৃত্যু হয়। এরপরেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: টাইগার ৩-র মতোই পুষ্পা ২-র শোতেও হলের মধ্যে দেদার বাজি ফাটানো হল? জানুন সত্যটা
হায়দ্রাবাদের সমস্যার মধ্যেই ফের আরও একবার নতুন সমস্যা দেখা যায় তেলেঙ্গানায়। তেলেঙ্গানা মাঞ্চেরিয়াল জেলার চেন্নুর শহরে ইতি সিনেমা হলে ‘পুষ্পা ২’ চালানো হয়নি, যার জেরে সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে এক যুবক এবং তাঁর কিছু বন্ধুবান্ধব।
যে সিনেমা হলে ভাঙচুর চালানো হয়েছে সেই সিনেমা হলটির নাম শ্রীনিবাস থিয়েটার। শুধু তাই নয়, সিনেমা না চালানোর অপরাধে সিনেমা হলের মালিক রাজামাল্লাকে প্রাণনাশের হুমকি দেয় বিনয় নামের ওই অভিযুক্ত যুবক। এরপরই ওই সিনেমা হলের মালিক পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই যুবক এবং তাঁর বন্ধুদের আটক করে পুলিশ।
আরও পড়ুন: হাইপ না সত্যি! ঋতিক্বের সঙ্গে কার্যত ইরফানের তুলনা টানলেন রাজ!
আরও পড়ুন: পিঙ্কিকে ৫৬ লাখ খোরপোশ, কাঞ্চনকে বিয়ের আগের মুহূর্তেও শ্রীময়ী বলেন, ‘আরেকবার ভাবার সুযোগ…’
প্রসঙ্গত, বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে শৈলজা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়। ওই থিয়েটারেও ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। থিয়েটারের বাইরে বাজি ফাটিয়ে রীতিমতো উৎসব মুখর পরিবেশ তৈরি করেন ভক্তরা।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ ডিসেম্বর পুষ্পা সিনেমার প্রথম পর্ব যখন মুক্তি পায়, তখন এক কথায় চলচ্চিত্রজগৎ যেন আবার প্রাণ ফিরে পায়। মহামারির পর যে অর্থনৈতিক সমস্যার মুখে পড়েছিলেন হল মালিকরা, তা থেকে তাঁরা কিছুটা মুক্তি পান এই সিনেমার হাত ধরে। এই সিনেমাটি যে মহামারী প্রাক্কালে মানুষকে ফের হলমুখী করেছিল, তা বলাই বাহুল্য।