চলতি মাসের একদম গোড়াতেই মুক্তি পেয়েছে পুষ্পা ২। আর বলাই বাহুল্য, পুষ্পা: দ্য রাইজের মতোই এই ছবিও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে মুক্তি পেতে না পেতেই। আর মাত্র ৬ দিনেই বাহুবলী ২ ছবিটির রেকর্ড ভেঙে চুরমাচুর করে ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল।
আরও পড়ুন: 'জীবনের বৃত্ত পূর্ণ হল...' অডিশন দিয়েও বাদ পড়েন, সেই ইন্ডিয়ান আইডলেই শ্রদ্ধার্ঘ্য পেয়ে কেঁদে ফেললেন বিশাল মিশ্র
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?
পুষ্পা ২: দ্য রুল বিশ্বজুড়ে বক্স অফিস
পুষ্পা ২ ছবিটি বক্স অফিসে রাজত্ব করছে যে সেটা স্পষ্ট। এদিন পুষ্পার পেজের তরফে একটি টুইট করা হয় যেটা মূলত ইদেব্রেনের তরফে মূলত পোস্ট করা হয়েছিল, সেখানেই জানানো হয় এই ছবিটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে। এই পোস্টে জানানো হয়, 'মাত্র ৬ দিনেই পুষ্পা ২ ১০০০ কোটির গণ্ডি টপকে গেল বিশ্বজুড়ে। আরও একটা রেকর্ড। ৫ দিনের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে ৯২২ কোটি টাকা আয় করে ফেলেছে। এই প্রথম কোনও ভারতীয় ছবি এত তাড়াতাড়ি এই মাইলস্টোন ছুঁতে পারল।' পুষ্পা ২ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকার ব্যবসা করেছে এখনও অবধি, এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই রেকর্ড আগে বাহুবলী ২: দ্য কনক্লুশনের দখলে ছিল। প্রভাস অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত সেই ছবিটি বক্স অফিসে ১০ দিনে ১০০০ কোটির গণ্ডি টপকে ছিল। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত আরও একটা ছবি ১০০০ কোটির গণ্ডি টপকে ছিল ১৬ দিনে। আন্দাজ করতে পারছেন কোন ছবি? RRR।
এছাড়াও একাধিক ভারতীয় ছবি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এই তালিকায় আছে প্রশান্ত নীলের KGF: চ্যাপ্টার ২, নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি। এই ছবি দুটোও ১৬ দিনে ১০০০ কোটির গণ্ডি পার করেছিল। অন্যদিকে জওয়ান এবং পাঠান যথাক্রমে ১৮ বিং ২৭ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি টপকেছিল।
পুষ্পা ২: দ্য রুল প্রসঙ্গে
পুষ্পা ২ ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। সঙ্গে ফাহাদ ফাসিলকেও দেখা যাচ্ছে।