পুষ্পা ২ ছবিটি অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। আর তারপরই একের পর এক দুর্ঘটনার খবর আসছে ছবিটিকে ঘিরে দর্শকদের উত্তেজনার কারণে। হায়দরাবাদে আল্লু অর্জুনকে দেখার নেশায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক মহিলা। এরপর এদিন বেঙ্গালুরুতে এক ১৯ বছর বয়সী যুবক ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেন।
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
কী ঘটেছে?
এদিন ১৯ বছর বয়সী এক যুবক পুষ্পা ২ দেখতে যাওয়ার সময় তড়িঘড়ি করছিল যাতে কোনও ভাবেই দেরি করে তিনি হলে না পৌঁছন। আর ডোড্ডাবালপুরের কাছে অবস্থিত সেই হলে যাওয়ার জন্য তিনি তাড়াহুড়ো করে বেঙ্গালুরুর বাসেত্তিহাল্লির কাছে রেললাইন ক্রস করতে গিয়েই ট্রেন দুর্ঘটনার শিকার হন। খেয়াল করেননি দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনকে। আর সেই ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা গিয়েছে মৃতের নাম প্রবীণ তামাচালাম। তিনি আদতে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা। আইটিআই থেকে ডিপ্লোমা করে তিনি বেঙ্গালুরুর ওই এলাকায় কাজ করছিলেন। ভাড়া বাড়িতে দুই বন্ধুর সঙ্গে থাকতেন। তিনি যে দুই বন্ধুর সঙ্গে থাকতেন এই দুর্ঘটনার পর পুলিশ তাঁদের খুঁজছে।
৬ ডিসেম্বর সকাল নয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ১০টা থেকে শো ছিল পুষ্পা ২ এর। সেটা দেখতেই বৈভব নামক একটি সিনেমা হলে যাচ্ছিলেন মৃত। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। ট্রেন লাইন পার হওয়ার সময় তিনি দ্রুত গতিতে আসা ট্রেনকে খেয়াল করেননি। আর ওখানেই মারা যান। চোখের সামনে সেই ঘটনা দেখার পর একপ্রকার সেখান থেকে চম্পট দেন তাঁর সঙ্গে থাকা সেই দুই বন্ধু।
প্রসঙ্গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি পুষ্পা ২। মুখ্য ভূমিকায় আবারও আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা আছেন।