৫ নভেম্বর মুক্তি পেল পুষ্পা সিরিজের বহু অপেক্ষিত পরবর্তী ভাগ। আর সেই ছবির প্রিমিয়ারের দিন হায়দরাবাদে ঘটে এক মর্মান্তিক ঘটনা। দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে একবার দেখার আশায় শুরু হয় ধাক্কাধাক্কি। আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আর সেই ঘটনার পর এদিন অভিনেতার নামে দায়ের করা হল মামলা।
কী ঘটেছে?
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ছিল পুষ্পা ২ ছবিটি প্রিমিয়ার। এমনি তার জন্য উপচে পড়েছিল ভিড়। তার মধ্যে আচমকাই সেখানে খোদ আল্লু অর্জুন আসায় পড়ে যায় হুড়োহুড়ি। নিমেষে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। সেই সময় সিনেমা হলে ছেলেকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন সেই মহিলা। তখনই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। তাঁর ছেলেও গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। এরপর খোদ আল্লু অর্জুন তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা।
পুলিশের তরফে জানানো হয়েছে আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে আচমকাই সেখানে চলে আসেন। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষ।
এদিন হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষের কাছে আগে থেকেই খবর ছিল যে অভিনেতা আসছেন সেখানে। কিন্তু তাঁরা কিছুই জানাননি।
মৃতার পরিবারের তরফে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তাঁরা আর্থিক সহায়তা চেয়েছেন। এরপর তাঁদের অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মৃতার স্বামী এদিন এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, 'আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা ছবিটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।' ভাস্কর অর্থাৎ সেই মহিলা রেবতীর স্বামী জানিয়েছেন তাঁরা গোটা পরিবার মিলে ঠিক করেছিলেন পুষ্পা ২ ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবেন কারণ তাঁদের ৯ বছরের ছেলে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দারুণ ভক্ত। ভাস্করের ছেলেকে ঘটনাস্থলেই CPR দেওয়া হয়। তাতে তার জ্ঞান ফেরে। এরপর মা এবং ছেলে দুজনকেই দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই ঘটনার পরই মৃত্যু হয় রেবতীর। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় কিশোরকে। বর্তমানে তার অবস্থা সঙ্কটজনক।