দক্ষিণের অন্যতম খ্যাতনামা অভিনেতা তিনি। অগণিত তাঁর ভক্ত সংখ্যা। তাঁকে এক ঝলক দেখার আশায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। পুষ্পা ছবিটির হাত ধরে তিনি হয়ে উঠেছেন গ্লোবাল স্টার। কিন্তু আসলে কে এই আল্লু অর্জুন? কোন ছবি তাঁকে দিল এই খ্যাতি?
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
কে এই আল্লু অর্জুন?
আল্লু অর্জুন মূলত তেলেগু ছবিতে কাজ করেছেন। তিনি ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ইত্যাদি পেয়েছেন তিনি।
আল্লু অর্জুন ২০০৩ সালে গঙ্গোত্রী ছবির মাধ্যমে ডেবিউ করেছেন। তবে সুকুমার পরিচালিত ছবি আর্যর হাত ধরে পান খ্যাতি। সেই ছবিটি ২০০৪ সালে মুক্তি পেয়েছিল। এই ছবি তাঁকে খ্যাতির সঙ্গে একাধিক উপহার এনে দেয়। এরপর তিনি বানি, দেশমুদুরু, পারুগু, সহ একাধিক ছবিতে কাজ করেছেন।
যদিও তিনি ধীরে ধীরে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন আর্য ২, বেদাম, ইত্যাদির ছবির হাত ধরে। পুষ্পা: দ্য রাইজ ছবিটির হাত ধরে আল্লু অর্জুন হয়ে ওঠেন গ্লোবাল স্টার। সদ্যই মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি, পুষ্পা ২: দ্য রুল।
আল্লু অর্জুনের বাবা হলেন আল্লু অরবিন্দ, তিনি একজন প্রযোজক। তাঁর মা হলেন নির্মলা। অভিনেতা ১৯৮২ সালে তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বাবাও একজন অভিনেতা ছিলেন। তিনি প্রায় ১০০০ ছবিতে কাজ করেছিলেন। তাঁরা ৩ ভাই।
আরও পড়ুন: মুক্তি পেয়েই ইতিহাস পুষ্পা ২-র! জওয়ান-অ্যানিম্যালকে পিছনে ফেলে কোন রেকর্ড গড়ল আল্লু অর্জুনের ছবি?
পুষ্পা ২ প্রসঙ্গে
সদ্যই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা ২। এই ছবিটি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এখানে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় আছেন রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। সুকুমার এই ছবিটির পরিচালনা করেছেন। প্রথম দিনই বক্স অফিসে ১৭০ কোটির বেশি আয় করেছে এই ছবিটি।