তিনি চাইলেই অসাধ্য সাধন হয়। বক্স অফিসে ঝড় তুলে দেন একাই। শুধু দক্ষিণেই নয়, 'পুষ্পা: দ্য রাইজ'-এর দৌলতে এখন ভারত জুড়ে খ্যাতি তাঁর। এ হেন অল্লু অর্জুনই নাকি কটাক্ষের শিকার। একটি ছবির জন্যই ট্রোলের মুখে 'পুষ্পারাজ'।
সাম্প্রতিক কালে, একটি ঢোলা টি শার্ট এবং কালো ট্রাউজার্সে দেখা গিয়েছিল দক্ষিণী তারকাকে। তাঁর গাল ভর্তি দাড়ি-গোঁফ, চোখে কালো চশমা, ঝাঁকড়া চুল। অল্লু অর্জুনের এই চেহারা লেন্সবন্দি হতেই শুরু চর্চা। অভিনেতার ওজন নিয়েও শুরু হয় কাটাছেঁড়া। নেটিজেনদের একাংশের দাবি, সাধারণ যা, তা থেকে অনেকটাই মোটা লাগছে তাঁকে।
ব্যস! এর পরেই কটাক্ষের বন্যা। একজন লিখেছেন, 'কী মোটা হয়েছে!' জনৈকের বক্রোক্তি, 'এ তো বড়া পাওয়ের মতো লাগছে'। কেউ কেউ আবার বলছেন, 'যত দিন যাচ্ছে, বুড়ো হচ্ছে।'
বলিউডে সুঠাম চেহারার কদর আগাগোড়াই। তবে দক্ষিণী ছবিতে যদিও এ ধরনের ছুৎমার্গ নেই। সেখানে সাধারণ বা ভারী চেহারার অভিনেতারাও অনায়াসে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তা সত্ত্বেও ওজন নিয়ে বিতর্কের মুখে অল্লু।
এ সবে কর্ণপাতের সময় কোথায়! আপাতত অভিনেতা ব্যস্ত 'পুষ্পা ২'-এর শ্যুট নিয়ে। 'পুষ্পা: দ্য রাইজ'-এর পর আরও এক বার বক্স অফিসে রেকর্ড গড়ার প্রস্তুতি।