বাংলা নিউজ > বায়োস্কোপ > Qala Trailer: ১৯৪০ সালের কলকাতার প্রেক্ষাপটে কোন গল্প উঠে আসবে ‘কলা’ ছবিতে? কী বলছে ট্রেলার

Qala Trailer: ১৯৪০ সালের কলকাতার প্রেক্ষাপটে কোন গল্প উঠে আসবে ‘কলা’ ছবিতে? কী বলছে ট্রেলার

প্রকাশ্যে এল কলার ট্রেলার

Qala Trailer: মিউজিক্যাল থ্রিলার ছবি ‘কলা’ ছবির ট্রেলার প্রকাশ্যে এল। তৃপ্তি দিমরিকে দেখা গেল ১৯৪০ সালের এক জনপ্রিয় গায়িকা হিসেবে, তিনি কাকে হিংসে করেন?

মঙ্গলবার, ১৫ নভেম্বর বিকেলে কলা ছবির ট্রেলার প্রকাশ্যে এল। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এই ছবির প্রেক্ষাপট হল ১৯৪০ সাল। ছবিতে তৃপ্তি দিমরিকে তখনকার এক বিখ্যাত এবং জনপ্রিয় ক্লাসিক্যাল গায়িকার ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম হচ্ছে কলা, যিনি গান পছন্দই করেন না। এটি একটি মিউজিক্যাল থ্রিলার ছবি। ট্রেলারটি প্রকাশ্যে আসার পর অনেক দর্শকরাই নাটালাই পোর্টম্যানের বিখ্যাত এবং অস্কার পুরস্কার জয়ী ছবি ব্ল্যাক সোয়্যানের সঙ্গে মিল পেয়েছেন। বলাই বাহুল্য কম বেশি সকলেরই এই ছবির ট্রেলার বেশ পছন্দ হয়েছে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, কলার উপর স্পটলাইট, এবং একটি কণ্ঠ তাঁকে জিজ্ঞেস করছে তিনি গান ভালোবাসেন কিনা। উত্তরে তিনি বলেন, 'না, আমি ভীষণ অপছন্দ করি।' এই ছবি আপনাকে ১৯৪০ সালের কলকাতায় নিয়ে যাবে যেখানে কলা একজন গায়িকা হিসেবে কাজ করেন। তাঁকে তাঁর ভক্তরা ভীষণই পছন্দ করেন। তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। পেপারে তাঁর ছবি বেরোয়। কিন্তু তাঁর মা চান না তিনি এই কাজ করুন। এই ছবিতে তৃপ্তির মায়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

এমন সময় একজন নতুন হিরোর এন্ট্রি হয়, তাঁর নাম জগন। জগনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাবিল খানকে। এটা তাঁর প্রথম ছবি। জগন কাউকে তাঁর জায়গা থেকে সরিয়ে সেই জায়গা নিতে ভালো পারে, এমনটাই ছবিতে দেখা যাবে। এই ট্রেলারে দেখা যায় সময়ের সঙ্গে কলা গান গাওয়ার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছেন, একই সঙ্গে তিনি তাঁর আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছেন। তিনি ক্রমশ একঘরে হতে থাকেন, ডিপ্রেশনে ডুবতে থাকেন। আর গোটা বিষয়টাকে ইন্ধন দেয় জগনের উত্থান।

এই ছবির ট্রেলারে এক ভক্ত কমেন্ট করেন 'এই ট্রেলার অনেকটা ব্ল্যাক সোয়্যানের কথা মনে করিয়ে দিল। আমি জানি না আর কেউ এটা অনুভব করলেন কিনা। যাই হোক মনে হচ্ছে সিনেমাটা বেশ ভালো হবে।' আরেকজন কমেন্ট করেন, 'সেরা ট্যালেন্টগুলোকে এই ছবিতে তুলে ধরা হয়েছে।' অনেকেই তৃপ্তির অভিনয়ের প্রসংশা করেছেন এই ছবির ট্রেলার দেখে। একজন কমেন্ট করেন, 'তৃপ্তি দিমরিকে বুলবুল ছবিতে দেখা গিয়েছিল। তিনি সেই একই মুগ্ধতা এই ছবিতেও বজায় রেখেছেন।'

কলা ছবির বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, এই ছবির প্রেক্ষাপট হচ্ছে ১৯৪০ সালের কলকাতা। যেখানে উঠে আসবে বিখ্যাত গায়িকা কলা এবং তাঁর মায়ের সম্পর্ক। সে সফলতার জন্য যা যা আত্মত্যাগ করেছে সেগুলোর মূল্য কি পাবে?' এই ছবিটির পরিচালনা করেছেন এবং লিখেছেন অন্বিতা দত্ত। ক্লিন স্লেট ফ্লিমজের তরফে কর্নেশ শর্মা এই ছবির প্রযোজনা করেছেন। ডিসেম্বরের ১ তারিখ থেকে এই ছবি নেটফ্লিক্সে দেখা যাবে।

বন্ধ করুন