অভিনেতা আর মাধবন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। সেই ছবিতে মেয়েদের পিছু ধাওয়া করার একটা বিষয় দেখানো হয়েছিল। আর তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। আর এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন আর মাধবন।
এই ছবিতে ম্যাডির মেয়েদের পিছু ধাওয়া করা নিয়ে দর্শকরা নানা মন্তব্য করেন। যদিও চরিত্রটি উদ্দেশ্য নিয়ে কখনও প্রশ্ন তোলা হয়নি, কিন্তু চরিত্রটার এই আচরণ অনেকের কাছেই সমস্যার। যদিও সেই মূল্যায়নের সঙ্গে একমত নন মাধবন। ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই সব কিছুর সঙ্গে সম্পূর্ণ একমত নই। সবুজ পতাকা, নীল পতাকার মতো এসব ধারণা অলস মানুষের বলা অর্থহীন কথা। আমি মনে করি, ভদ্রলোক হওয়াটা জরুরি। ছোট থেকেই, আমাদের শেখানো হয়েছিল কীভাবে মহিলাদের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে তাঁদের সঙ্গে মিশতে হয়। তাই এই আচরণ আমাদের সংস্কৃতির একটি অংশ ছিল। সব কিছুকে পশ্চিমা মাপকাঠি দিয়ে বিচার করতে পারবেন না।’
আরও পড়ুন: শাহরুখই বদলে দিয়েছিলেন ‘স্কাই ফোর্স’-এর বীরের জীবন! ১৩ বছর বয়সে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে?
অভিনেতা আরও বলেন, ‘যাঁরা এটাকে সমস্যা বলে মনে করছেন, তাঁদের আমি জিজ্ঞাসা করতে চাই, আগের সময় যদি আমরা মুম্বইয়ে কোনও মেয়ের সঙ্গে দেখা করতে চাইতাম, আমরা তা ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গেই করতাম। সেখানে কোনও খারাপ উদ্দেশ্য থাকত না। আমরা যদি কোনও অপরিচিত শহরে থাকতাম এবং কোনও মেয়ের সঙ্গে দেখা করতে চাইতাম তবে আমরা কীভাবে তা করতাম? তাঁর পিছু ধাওয়া না করে তাঁর বাড়ি না চিনলে তাঁর সঙ্গে আপনি কীভাবে যোগাযোগ করতে পারবেন? কীভাবে কেউ এটা করতে পারেন?’
আরও পড়ুন: 'লো-কার্ব ডায়েটে থাকা যায় না…', নিজের ডায়েট প্রসঙ্গে অকপট কাজলের বোন তানিশা
গৌতম বাসুদেব মেনন পরিচালিত 'রেহনা হ্যায় তেরে দিল মে' ছিল পরিচালকের তামিল ছবি 'মিন্নালে'র হিন্দি রিমেক। এতে মাধবন, দিয়া মির্জা এবং সইফ আলি খান অভিনয় করেছিলেন। মাধবন তামিল ছবির মতো এই ছবিতেও মুখ্য ভূমিকায় আবার অভিনয় করেন। ১৩ কোটি টাকা আয় করে আরএইচটিডিএম বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও এর গান দারুণ ভাবে হিট হয়। বহু বছর পেরিয়ে গেলেও এই ছবির গান এখনও অমলিন।