AI-এর ফাঁদে এবার আর মাধবন। এআই-এর বানানো ভিডিয়োকে সত্যি ভেবে ভুল করেছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নেই। এবার AI-এর ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেতা আর মাধবন। জিটিভি মি-কে দেওয়া সাক্ষাৎকারে মাধবন বলেন, রোনাল্ডো এবং ক্রিকেটার বিরাট কোহলির একটি ভিডিয়ো দেখে তিনিও ‘বোকা বনে’ গিয়েছিলেন। পরে অনুষ্কার মেসেজে তাঁর ভুল ভাঙে।
মাধবন AI ভিডিয়ো নিয়ে মুখ খুলেছেন…
সাক্ষাৎকারে মাধবনকে জিগ্গেস করা হয়েছিল, তিনি বাস্তব জীবনে কখনও প্রতারিত হয়েছেন কিনা! উত্তরে মাধবন জানান তিনি একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডের বিরাটের 'প্রশংসা' করার ভিডিও দেখে সেটাকে আসল ভেবে বিশ্বাস করেছিলেন। মাধবনের কথায়, 'হ্যাঁ, আসলে আমি যে রিলগুলো দেখেছিলাম, সেখানে কেউ একজন বিরাট কোহলির প্রশংসা করেছেন। আসলে, সেটা দেখে আমি ভেবেছিলাম ওটা রোনাল্ডো। কোহলির ব্যাটিং দেখে তিনি কতটা উপভোগ করতেন এবং কতটা কিংবদন্তি বলে মনে করতেন, সেটাই বলছিলেম। আমি গর্ব করে সেটা বিভিন্ন লোকজনকে ফরোয়ার্ড করি। এমনকি ইনস্টাগ্রামেও শেয়ার করি। তারপর অনুষ্কা শর্মার ভাই আমায় জানায় যে এটা ভুয়ো, এআই-এর বানানো নকল ভিডিয়ো ওটা।
আরও পডুন-টেকনিশিয়ান বিরোধী কথা বলেছেন, অভিযোগে ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ, বন্ধ শ্য়ুটিং
অভিনেতা আরও বলেন, এই ঘটনার পর তিনি বিব্রত বোধ করছিলেন। বুঝতে পারেন যে থ্য ফরোয়ার্ড করার সময় তার সতর্ক হওয়া দরকার। তিনি বলেন, ‘এটা সত্যিই বিব্রতকর, যেমন, আমার মতো মোটামুটি সচেতন মানুষও ঘোল খেয়ে গেছে।’ মাধবন বলেন, ‘তারপরে, যখন নিজের ভুল বুঝতে পারি। তখন ভাবি আরে হ্যাঁ, ইয়ে তো বড়া গড়বড় হ্যায় (হ্যাঁ, এটি একটি সমস্যা)। সুতরাং খুব সতর্ক থাকতে হবে যে আপনি যা ফরোয়ার্ড করছেন তা আদৌ সত্য়ি তো!’
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে আর মাধবনকে অজয় দেবগন ও জ্যোতিকার সঙ্গে হরর ছবি 'শয়তান'-দেখা গিয়েছিল। তিনি অজয়ের প্রতিপক্ষ হিসাবে অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি জি ফাইভের ছবি ‘হিসাব বারাবার’-এ অভিনয় করেন তিনি। যে ছবিটি ব্যাংক কেলেঙ্কারিকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে। মাধবনের এই মুহূর্তে তামিল ও হিন্দি ভাষায় একাধিক ছবিতে কাজ করছেন। শীঘ্রই তাঁকে তামিল ভাষায় 'আধির্শতাসালি' ও 'টেস্ট' ছবিতে দেখা যাবে। হিন্দিতে তিনি অভিনয় করবেন অমরিকি পণ্ডিত, দে দে পেয়ার দে ২, কেশরী চ্যাপ্টার ২ এবং ধুরন্ধর ছবিতে।