‘৩ ইডিয়টস’ ছবির তেরো বছর হয়ে গেল! মানতেই পারছেন না আর মাধবন। সেই একটি ছবি মুক্তি পাওয়ার পর আসমুদ্র হিমাচল মুগ্ধ হয়েছিল। তিন বন্ধুর গল্প দেখে শুনে কত মানুষই না অনুপ্রেরণা পেয়েছেন। এবার সেই ছবির স্মৃতিচারণ করতে গিয়ে আর মাধবন বলেন, 'সত্যি তেরো বছর হয়ে গেল এই ছবির! এখনও মনে হয় এই তো সেদিন শ্যুটিং করলাম। সত্যি সময় কীভাবে কেটে যায়।' ১৩ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ৩ ইডিয়টস।
ম্যাডির জন্য ২০২২ সালটা বেশ ভালোই কাটল। নাম্বি নারায়নের বায়োপিক ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ দারুন সাড়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবির পরিচালক তাঁর অন্যতম জনপ্রিয় ছবি ৩ ইডিয়টসের স্মৃতিচারণ করে জানান তিনি কীভাবে হাঁটুতে আঘাত নিয়ে এই ছবির শ্যুটিং করেছিলেন। অভিনেতা জানান, 'গোটা ছবির শ্যুটিংয়ে আমি একটা প্রোটেকশন ব্যান্ডেজ পরেছিলাম। এই ছবির শ্যুটিংয়ের মাত্র কিছুদিন আগে আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। আমার ভাগ্য ভালো যে রাজু হিরানি আমাকে এই ছবি থেকে বাদ দিয়ে দেননি। তার বদলে তিনি স্ক্রিপ্টে পায়ে ব্যথা প্রোটেকশন ব্যান্ডেজের কথা ঢুকিয়ে দেন।
এই ছবির বিষয় তিনি আরও বলেন, 'আমিরের সঙ্গে কাজ করতে পারা সত্যি ভাগের ব্যাপার। একটা স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার সৌভাগ্যের ব্যাপার। আমরা বুঝিনি কবে শ্যুটিং শুরু হল আর কবেই বা শেষ হল।'
নিজের কেরিয়ারে দিকে পিছু তাকিয়ে বলেন, ' ঈশ্বরের দয়ায় জীবন আমায় অনেক কিছু দিয়েছে। তামিল এবং হিন্দি, দুই ছবির ক্ষেত্রেই যেমনটি চেয়েছি তেমনটাই কাজ করার সুযোগ পেয়েছি। ২০২২ সালে আমার আরও একটা স্বপ্ন পূরণ হল। রকেট্রি মুক্তি পেল। এই ছবিটা নিয়ে আমি ১০ বছর ধরে কাজ করেছি।
কিন্তু তাঁর পরিচালিত এই ছবি তো একেবারে সুপারহিট! তবে কি এবার তাঁকে পরিচালক হিসেবেই দেখা যাবে? এই প্রশ্নের উত্তর অভিনেতা বলেন, 'না না, একদম না। আমি নিজেই জানতাম না ছবিটা সবার এতটা ভালো লাগবে। কিন্তু মণি রত্নম বা রাজকুমার হিরানির সঙ্গে যে কাজ করেছি সেটাই এই ছবিতে কাজে লেগে গেল। কিছু অন্তত কাজ শিখতে পেরেছি।'