‘শয়তান’ সিনেমায় অসাধারণ অভিনয় করার পর এবার একেবারে অন্য একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আর মাধবনকে। খুব শীঘ্রই জি ফাইভ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘হিসাব বরাবর’। এত সাফল্য, এত জনপ্রিয়তা, ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর থেকে যাওয়া, এতকিছুর পরেও কোন ভয়ে কাঁটা হয়ে থাকেন আর মাধবন?
‘হিসাব বরাবর’ সিনেমায় মাধবনের সঙ্গে অভিনয় করবেন নীল নীতিশ মুকেশ। বহুদিন পর সিনেমার পর্দায় দেখা যাবে মুকেশকে। একজন ভারতীয় রেলওয়ে কর্মচারী, সৎ টিকিট চেকারের চরিত্রে অভিনয় করবেন মাধবন। অন্যদিকে নীল নীতিশ মুকেশ একজন ব্যাংকারের ভূমিকায় অভিনয় করবেন, যার সমস্ত জালিয়াতি ধরে ফেলবেন মাধবন। সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে জি ফাইভে।
আরও পড়ুন: রিসেপশনে আকাশি লেহেঙ্গায় রাজরানি শ্বেতা! বউকে দেখে চোখ ফেরাতে পারছে না রুবেল
আরও পড়ুন: ৬ বার ছুরির কোপ! হাসিমুখে বাড়ি ফিরলেন, সইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা
ইন্ডাস্ট্রিতে ২৫ বছর
‘রেহে না হে তেরে দিল মে’ থেকে শুরু করে ‘শয়তান’, প্রায় ২৫ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন মাধবন। বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। জনপ্রিয়তা পেয়েছেন প্রচুর। এতকিছুর পরেও কেন আজও সিনেমা মুক্তির আগে চিন্তায় অস্থির হয়ে ওঠেন তিনি? কোন ভয় কাঁটা হয়ে থাকেন তিনি?
মাধবন বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। ২৫ বছর বলিউডে টিকে থাকা সহজ কথা নয়। বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেছি আমি। কিন্তু আজও শ্যুটিং শুরু হওয়ার প্রথম দিন আমি ভীষণ ভয় পাই। মনে হয় সব কিছু ভুল হয়ে যাবে। আরও একটি জিনিস নিয়ে আমি ভীষণ ভয় পাই, সেটা হল সিনেমা মুক্তির প্রথম দিন। আমার খালি মনে হয়, আমার অভিনয় দেখে কেউ খুশি হবে না। মনে হয়, হয়তো আমি পারব না।
আরও পড়ুন: ভাইজানের কারণে বিগ বসের মঞ্চ ছেড়েছিলেন অক্ষয়, গুজব উড়িয়ে কী বললেন তিনি?
আরও পড়ুন: ফোন পাল্টাপাল্টি করলেন আমির-সলমন, বিগ বসের মঞ্চে ফাঁস হল গোপন রহস্য
প্রসঙ্গত, আগামী দিনে করণ জোহরের শিরোনামহীন একটি সিনেমায় অভিনয় করবেন মাধবন। সি শঙ্করন নায়ারের বায়োপিক হতে চলেছে এই সিনেমাটি। করণ সিং ত্যাগী পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছেন ধর্মা প্রোডাকশন।