ঢাকঢোল না পিটিয়েও বন্ধুকে ভালোবাসা যায়। খুঁজলে এমন আড়ম্বরহীন সহজ বন্ধুত্বের দৃষ্টান্ত পাওয়া যাবে বলিউডেও। আর মাধবন এবং শাহরুখ খানের কথাই ধরা যাক।
ব্যস্ত রুটিন থেকে সময় বার করেছেন শাহরুখ। মাধবনের 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এ ক্যামিও চরিত্রে তাঁর দর্শন মিলবে। পাশে থাকার জন্য তাঁকে অগুনতি বার ধন্যবাদ জানিয়েছেন মাধবন। একই সঙ্গে বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। জানান, তাঁর স্ত্রী সারিতা বিরজে শাহরুখের ভক্ত। তাই যখনই দেখা হয়, তখনই তাঁর জন্য বিশেষ কিছু একটা করেন 'বাদশা'।
২০০১ সালে বলিউডে পা রাখেন মাধবন। ছবির নাম 'রেহানা হ্যায় তেরে দিল ম্যায়'। সেই সময়ে শাহরুখের সঙ্গে তাঁর বিস্তর তুলনা চলেছিল। এ বিষয়ে মাধবন বলেন, 'আসলে আমরা যাদের পছন্দ করি, তাদের মতো হয়ে যাই। ওই ছবিতে আটকে আটকে কথা বলার অভ্যাসটা শাহরুখের ডেবিউ থেকেই পেয়েছিলাম।
তাঁর সংযোজন, 'আমার স্ত্রী শাহরুখের বিরাট ভক্ত। যখনই দেখা হয়, শাহরুখ ওর জন্য বিশেষ কিছু করে। আমি সেটা কখনও ভুলব না। তারকা কী ভাবে হতে হয়, তা শাহরুখের থেকে শিখেছি। মানুষের জীবন কী ভাবে সহজ করে দিতে হয়, তা-ও ওর থেকে শিখেছি।'
মাধবন জানা, 'রকেট্রি'তে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি শাহরুখ। পরিচালক অভিনেতার কথায়, 'যখনই আমি ওকে ডেকেছি, ও এসেছে।'