বাংলা নিউজ > বায়োস্কোপ > টানা ১৮ ঘণ্টা চেয়ারে বসে! মাধবনকে দেখে চেনার উপায় নেই!

টানা ১৮ ঘণ্টা চেয়ারে বসে! মাধবনকে দেখে চেনার উপায় নেই!

তাক লাগালেন মাধবন।

নিজের আসন্ন ছবি 'দ্য নাম্বি এফেক্ট'-এর প্রস্তুতি নিচ্ছেন মাধবন। ১৮ ঘণ্টা ধরে চলেছে মেকওভার। প্রকাশ্যে এনেছেন বদলে যাওয়া চেহারা। রূপটান চলাকালীন একটি ভিডিয়ো করেছেন অভিনেতা।

পেশায় তিনি অভিনেতা। তবে ইদানিং বুঝি ভবিষ্যৎ দ্রষ্টাও হয়ে উঠলেন! আজ থেকে বহু বছর পর কী হতে চলেছে, তা এখনই অবলীলায় বলে দিচ্ছেন আর মাধবন!

বিশ্বাস হচ্ছে না? চোখ বুলিয়ে আসতে পারেন অভিনেতার ইনস্টাগ্রামে।

না, কোনও দিব্যশক্তি নয়। এ সবই আসলে মেক আপের কেরামতি। তারই জোরে বসে বসে 'ভবিষ্যদ্বাণী' করে চলেছেন 'থ্রি ইডিয়টস'-এর ফারহান।

নিজের আসন্ন ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এর প্রস্তুতি নিচ্ছেন মাধবন। পরিচালনার সঙ্গেই এই ছবিতে অভিনয় করছেন তিনি। ১৮ ঘণ্টা ধরে চলেছে মেকওভার। প্রকাশ্যে এনেছেন বদলে যাওয়া চেহারা। রূপটান চলাকালীন একটি ভিডিয়ো করেছেন অভিনেতা। সেখানে দৃশ্যমান তাঁর পাকা দাড়ি। চুল রং করার প্রক্রিয়া তখনও চলছে। বোঝাই যাচ্ছে, ক্যামেরার সামনে বৃদ্ধ হয়ে উঠতেই এত প্রস্তুতি।

ভিডিয়োয় স্ত্রী উদ্দেশে মাধবনের বার্তা, 'সারিতা, বৃদ্ধ হয়ে গেলে আমাকে এ রকমই দেখাবে। তোমাকে জানিয়ে রাখলাম। এই চেহারার ছবি তুলে রেখে দাও।' ইনস্টাগ্রামে এই পোস্টের বিবরণীতে অভিনেতা লিখেছেন, 'মেকওভারের জন্য টানা ১৮ ঘণ্টা চেয়ারে বসে থাকার পর এ রকমই ভুলভাল বকি।'

মাধবনের এই ভিডিয়ো দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁর রসবোধের প্রশংসা করেছেন অনেকেই।

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! পদক জিতে স্ত্রীকে উৎসর্গ সেমার… কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল… ১কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টাম্পড, বাংলার বান্টিকে কী প্রশ্ন করেন অমিতাভ? জুয়ার টাকার বখরা নিয়ে ডোমকলে চলল গুলি, আহত হলেন ১ তৃণমূলকর্মী সিভিক ভলান্টিয়ারদের এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে নবান্ন, থাকছে আইনের পাঠ ভিডিয়ো: অদ্ভুত কারনে নো বল, দেখুন তো জানেন কিনা নিয়মটা? গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT-তে, জুটি বেঁধে আসছেন পাওলি-সৌরভ অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার একদিনে ৫০০ কমার পর কলকাতায় দু'দিনেই ৮০০ টাকা বেড়ে গেল সোনার দাম!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.