বাংলা নিউজ > বায়োস্কোপ > R. Madhavan: চুল-দাড়ি কেটে একেবারে ভোল পাল্টে ফেললেন ম্যাডি! ভক্তদের প্রশ্ন ‘বয়স কমছে?'

R. Madhavan: চুল-দাড়ি কেটে একেবারে ভোল পাল্টে ফেললেন ম্যাডি! ভক্তদের প্রশ্ন ‘বয়স কমছে?'

চুল-দাড়ি কেটে একেবারে ভোল পাল্টে ফেললেন ম্যাডি

R. Madhavan: নতুন প্রজেক্টের কাজ শুরু করতে চলেছেন আর মাধবন। তার আগে চুল দাড়ি কেটে একদম রূপ পাল্টে ফেললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর অদেখা ছবি।

একি! পুরোপুরি ভোল পাল্টে ফেললেন আর মাধবন। দাড়ি উড়িয়ে, চুল কেটে একদম নয়া লুকে ধরা দিলেন অভিনেতা। ইনস্টায় পোস্ট করলেন অদেখা ছবি। সঙ্গে জানালেন এক নতুন কথাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতার আগামী কাজের কথা।

ইনস্টাগ্রামে সোমবার, ২৭ ফেব্রুয়ারি একটি নতুন ছবি পোস্ট করলেন ম্যাডি। সেখানে তাঁকে একটি নীল রঙের টিশার্টে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর পরনে একটি রোদ চশমাও আছে। ছবি দেখে স্পষ্ট তিনি দাড়ি কেটেছেন। চুলও। তবে গোঁফ বজায় রেখেছেন তিনি। একদম নতুন লুকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'নতুন প্রজেক্টের জন্য নতুন লুক। অবশেষে। দারুণ উচ্ছ্বসিত বোধ করছি।'

এই পোস্টের মধ্যে দিয়েই তিনি তাঁর আগামী কাজের খবর দিলেন। কিন্তু কী কাজ? সেটা অবশ্য তিনি লেখেননি। কিন্তু তাঁর ভক্তরা কিন্তু অনুমান করতে ছাড়েননি। এক ব্যক্তি লেখেন, '১০০ শতাংশ উনি আগামী ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে চলেছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনার বয়স তো দিন দিন কমছে।' তবে সব থেকে মজার কমেন্ট করেন এক ব্যক্তি। তিনি লেখেন, 'স্যার প্লিজ ছবিটা ডিলিট করুন। আমার বউ এখনও আপনার দিকে তাকিয়ে আছে।' বুঝুন কাণ্ড!

তবে কোন প্রজেক্টে আসছেন এরপর ম্যাডি? মাঝে শোনা যাচ্ছিল পরিচালক মিত্রা আর জহরের সঙ্গে একটি কাজ করতে চলেছেন অভিনেতা। এই ছবির চিত্রনাট্য লেখক জেয়ামোহন জানান মাধবনের একটি গল্পের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হচ্ছে। তিনি জানান, 'এটা একটি দারুণ মজার ছবি হতে চলেছে। তবে কমেডি ফিল্ম নয়। যুবকদের জন্য হালকা মেজাজের মন ভালো করা একটি ছবি হবে এটি।' তবে ম্যাডি তাঁর পোস্টে এই ছবির আভাস দিলেন নাকি অন্য কিছুর, সেটা এখনও স্পষ্ট নয়। আগামীতে বোঝা যাবে।

বন্ধ করুন