অভিনেতা হিসেবে বলুন বা পরিচালক, সবেতেই ছাপ ফেলেছেন। নজর কেড়েছেন কাজ দিয়ে। কিন্তু জানেন কি এ হেন অভিনেতা আর মাধবন তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন? শুধু তাই নয়, তিনি খুব একটা টাকা পয়সা কতটা সঞ্চয় হয়েছে, কী হাল সেসবের ট্র্যাক রাখেন না। কিন্তু কেন, কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: ১৯৭৫ সালের শোলের টিকিট ভাইরাল! ৫০ বছর আগে কত দাম ছিল?
আরও পড়ুন: '২০২৫ -এর সেরা আদর', ছেলের জন্মের মাস ঘোরেনি, এর মধ্যেই একরত্তির ছবি পোস্ট রূপসার
কী জানিয়েছেন আর মাধবন?
ম্যাশেবলের দুবাই জার্নি সিরিজের একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন আর মাধবন। সেখানেই তিনি এই কথাগুলো জানান। বলেন, শুরুর দিকে তিনি ব্যাঙ্কের পাসবইয়ের মাধ্যমে ট্র্যাক রাখতেন।
তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি হিসাব বরাবরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন আর মাধবন বলেন, 'আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগি আমার ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে। আমি সত্যিই জানি না আমার কত টাকা আছে, আমি কতটা অ্যাফোর্ড করতে পারি। আমি সত্যিই জানি না কত কী আছে। ভাসা ভাসা জানি।'
এদিন একই সঙ্গে আর মাধবন জানান তাঁর একটি নৌকো আছে। সেই বিষয়ে বলেন, 'আমার একটা ছোট নৌকো আছে যেটা আমার পরিবারের জন্য যথেষ্ট। কিন্তু আমি সবসময় চেয়েছি যাতে আমার কাছে নাবিকের লাইসেন্স থাকে। আমি প্রতি বছরকে স্মরণীয় করে রাখতে চাই নতুন কিছু শিখে। করোনার সময় আমি নৌকা চালাতে শিখি এবং আমার ক্যাপ্টেন লাইসেন্স পাই। ব্যাপারটা খুব একটা কঠিন নয়। ১০-১৫ দিনেই শিখে নেওয়া যায়। তারপর পরীক্ষা দিয়েই লাইসেন্স পাওয়া যায়।'
আরও পড়ুন: মহাকুম্ভে ডুব দিয়ে যোগী প্রশাসনের প্রশংসা, এবার বাংলার ত্রিবেণীতে এসে কী বললেন রচনা?
শুধু এই সাক্ষাৎকারেই নয়, মাধবন আগেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে গান স্ত্রী ভাবেন খরচ করার আগে একটুও ভাবেন না। তাঁর কথায়, 'আমি কীভাবে কীসে খরচ করছি সেটা নিয়ে খুব একটা সচেতন নই। কিন্তু আমার যদি বড় গাড়ি বা কিছু কেনার থাকে যেটা আমার বাজেটে ফিট করছে না তাহলে সেটা আমি কিনব না।'