বিয়ে হোক বা বিরহ তাঁর গান ছাড়া আপনার প্লে-লিস্ট অসম্পূর্ণ। । ‘শেরশাহ’ ছবির ‘রাতাঁ লম্বিয়া’ গান গেয়ে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছান আসীস। গত বছর ১৭ই জুন গীতিকার-সুরকার গোল্ডি সোহেলের সঙ্গে শিখ রীতিতে বিয়ে সেরেছিলেন আসীস। বিবাহ বার্ষিকী মিটতে না মিটতেই এল সুখবর।
প্রথম সন্তানের জন্ম দিলেন ‘তেরি বাতোঁ মে এয়সা উলঝা জিয়া’ গায়িকা। সবচেয়ে উল্লেখযোগ্য হল, শুক্রবার বিশ্ব সঙ্গীত দিবসেই মাতৃত্বের স্বাদ পেলেন আসীস। যা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি আসীসের জীবনে। এতদিন অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন আসীস। সুখবর সামনে আনার পর হতবাক সকলে।
সোশ্যাল মিডিয়া পোস্টে আসীস লেখেন, ‘ওয়াহেগুরুর অশেষ কৃপা….আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের পুত্র সন্তান পৃথিবীর আলো দেখল। জীবনের সিম্পনির সবচেয়ে মিষ্টি সুর দ্বারা ঈশ্বর আমাদের ভরিয়ে তুলল। আমাদের হৃদয় পরিপূর্ণ ভালোবাসা, আনন্দ আর কৃতজ্ঞতায়।’
এই পোস্টের সঙ্গে একটি মিষ্টি ছবিও শেয়ার করেন আসীস। সেখানে বর কোলে গা এলিয়ে শুয়ে রয়েছেন আসীস। ছবিতে সুস্পষ্ট তাঁর স্ফীতোদর। গায়িকার হাতে দুটো ছোট্ট নীল রঙা জুতো। হলুদ রঙার মেটারনিটি পোশাকে আসীস, সাদা ক্যাজুয়াল টি-শার্টে তাঁর স্বামী গোল্ডি।
নতুন বাবা-মা'কে শুভেচ্ছায় মুড়ে দিল নেটপাড়া। জান কুমার শানু, হিনা খান, গোওহর মুমতাজ-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ছেলের নাম বা ঝলক এখনও প্রকাশ্যে আনেননি হবু মা।
বিয়ের ঠিক আগে এক সাক্ষাৎকারে আসীস বলেছিলেন, ‘এ বছর আমার জীবনে একটি সুন্দর বৃত্ত পরিপূর্ণ হল। কে জানত স্টুডিওতে একটি হৃদয় ভাঙার গানটা শেষ পর্যন্ত আমার জীবনের অন্যতম সুন্দর প্রেমের গল্পের দিকে আমায় নিয়ে যাবে। আমাদের বিয়ের পরিকল্পনা ও প্রস্তুতির পুরো কৃতিত্ব আমার বোন-দিদিদের, যেহেতু গোল্ডি এবং আমি আমাদের পেশাদার প্রতিশ্রুতি নিয়ে খুব ব্যস্ত ছিলাম’। গত বছর জানুয়ারিতে গোল্ডির বাগদানের ঘোষণা করেছিলেন আসীস, তার মাস ছয়েকের মধ্যেই বিয়েটা সেরে ফেলেন দুজনে।