রণবীর কাপুর তাঁর পরবর্তী ছবি রামায়ণের শ্যুটে ব্যস্ত। এই ম্যাগনাম অপাসের জন্য বহুদিন ধরেই পরিশ্রম করছেন তিনি। কড়া ডায়েট, শরীরচর্চা তো আছেই। এমনকী, আমিষ খাওয়াও ছেড়েছেন, সঙ্গে বাদ মদ্যপানও। তবে বোঝা যাচ্ছে, এই কাজের চাপে মেয়েকে বড্ড মিস করছেন তিনি।
মিষ্টি টি-শার্ট রণবীরের
কস্টিউম ডিজাইনার রিম্পল নারুলার শেয়ার করা একটি পোস্টে, রণবীরকে তাঁর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। রিম্পল হাত দিয়ে ইঙ্গিত করেছেন রণবীরের জামায়। যেখানে হিন্দিতে লেখা রয়েছে রাহা-র নাম। আর তার নীচে একটা অ্যানিমেটেড পান্ডা। রিম্পল তাঁর শেয়ার করা ছবির ক্যাপশনে লিখলেন, ‘আপনি কি অনুমান করতে পারেন, তার টি-শার্টে কী লেখা আছে! রামায়ণ শুটিংয়ের দিনগুলি !! দিন-২৫।’
আরও পড়ুন: বর-সন্তান না থাকার আফশোস নেই মনে! সারেগামাপা-য় কাকে ‘ছেলে’ বলে ডাকলেন হৈমন্তী
রামায়ণ সিনেমা প্রসঙ্গে:
ঋষি বাল্মীকির লেখা মহাকাব্য থেকে তৈরি হচ্ছে সিনেমাটি। এখানে রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন। বিটিএসের ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, সীতার চরিত্রে রণবীরের সঙ্গে পারম্পরিক পোশাকে ধরা পড়েছেন সাই পল্লবী। নীতেশ বা তার দল এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে ফাঁস হওয়া ছবিগুলি ইঙ্গিত দেয় যে রণবীর এবং সাই নায়ক-নায়িকা। রামায়ণের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল পার্কের প্রস্তুতিও শুরু করবেন রণবীর।
আরও পড়ুন: দাদা বউদি বিরিয়ানির বেহাল দশা! মাটিতে পড়া ভাত-আলু-মাংস হল তোলা, পাশে জুতো পায়ে কর্মী
আরও পড়ুন: ফুল ছাপ শার্ট বরের, ট্যাঙ্ক টপে সেক্সি বউ! হানিমুনের ছবি দিলেন আদৃত-কৌশাম্বি, কোথায় আছেন দুজন
বাবা হিসেবে রণবীর:
মেয়েকে নিয়ে বরাবরই রণবীরের উৎসাহ থাকে তুঙ্গে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বর্তমানে তাঁর সবচেয়ে প্রিয় কাজ হল, রাহার সঙ্গে সময় কাটানো। এমনকী, আজকাল আর কাজে বেরোতেও মন চায় না তাঁর। কদিন আগে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়া কপিল শর্মার শো-তে মা নীতু কাপুর ও দিদি ঋদ্ধিমার সঙ্গে এসেছিলেন রণবীর। সেখানে নায়ক জোর গলায় জানান, ছোটবেলায় রাহাকে খাওয়ার পর ঢেকুড় তোলানোর দায়িত্ব ছিল তাঁর। নিজেকে ‘বার্প স্পেশালিস্ট (ঢেকুড় বিশেষজ্ঞ)’ বলে বর্ণনা করেছিলেন। আর নীতু বলেছিলেন তাঁর ছেলে ‘সেরা বাবা’।
২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর। নভেম্বরে জন্ম হয় রাহার। ২০২৩ সালের ক্রিসমাসের দিন প্রথমবার মেয়েকে সামনে আনেন তাঁরা। ৩জন মিলে পোজ দিয়েছিলেন পাপারাজ্জিদের ক্যামেরায়।