বাংলা নিউজ > বায়োস্কোপ > Sweta-Rubel: শ্বেতা-রুবেলের সম্পর্ক নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা! বিয়ের প্রশ্নে কী জবাব এল?

Sweta-Rubel: শ্বেতা-রুবেলের সম্পর্ক নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা! বিয়ের প্রশ্নে কী জবাব এল?

পরস্পরকে ডেট করছেন যমুনা ঢাকি জুটি

Rachana on Sweta-Rubel's relationship: ‘শ্বেতা তোমাকে যদি কেউ বলে থাকে যে জীবনটা ‘নিম ফুলের মধু’ তাহলে সবসময় কিন্তু তা নয়’, সবার মাঝে সবটা বলেই ফেললেন রচনা!

সিরিয়ালের সেটে মন দেওয়া নেওয়ার পর্বটা সেরে ফেলেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। মানে ‘যমুনা ঢাকি’র হিরো-হিরোইন। রিলের প্রেম গড়িয়েছে রিয়েল লাইফে। টলিপাড়ার নতুন ‘লাভ বার্ডস’ শ্বেতা-রুবেল। মাত্র দু-সপ্তাহের ব্যবধানে জি বাংলার পর্দায় নতুন সিরিয়াল নিয়ে হাজির দুজনে। আপতত রুবেলের দেখা মিলছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে, অন্যদিকে আজ থেকেই জি বাংলার পর্দায় আসছে শ্বেতা ভট্টাচার্যর নতুন মেগা ‘সোহাগ জল’। এই সিরিয়ালের প্রচারেই ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকার এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই প্রেমজীবন নিয়ে রচনার প্রশ্নবাণে বিদ্ধ নায়িকা।

শ্বেতা আর রুবেলের সম্পর্কের কথা প্রকাশ্যেই বলেও দিলেন রচনা, তবে সবটাই আকারে ইঙ্গিতে। কো-স্টার হানি বাফনা, শ্রীতমা ভট্টাচার্যদের নিয়েই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির ছিলেন শ্বেতা। সেখানে রচনা প্রশ্ন করেন, ‘গল্পে জুঁই তো খুব হোমলি, সংসার করতে চায়, বিয়ে করতে চায়, শ্বেতা এবার তোমার বিয়ের প্ল্যানটা বলো?' জবাবে ‘সোহাগ জল’-এর নায়িকা রীতিমতো লাজে রাঙা হয়ে জবাব দেন, ‘হ্যাঁ, আমিও বিয়ে করতে চাই’। এখানেই শেষ নয়। এদিন রচনা নায়িকার উদ্দেশে বলে বসেন, ‘শোনো শ্বেতা তোমাকে যদি কেউ বলে থাকে যে জীবনটা ‘নিম ফুলের মধু’ তাহলে সবসময় কিন্তু তা নয়। ব্য়াস, এই কথা শুনে হাসি থামেনি কারুর। ততক্ষণে সকলেই যা বোঝবার বুঝে নিয়েছে। দিদির গুগলির জবাবে শ্বেতা বলেন, ‘হ্যাঁ হ্যাঁ ‘নিম ফুলের মধু’ জি বাংলার আরেকটা সিরিয়াল রাত ৮ টায় হয়, সবাই অবশ্যই দেখবেন'।

মাস কয়েক আগেই নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন রুবেল। এক সাক্ষাৎকারে ‘নিম ফুলের মধু’র নায়ক জানিয়েছিলেন, ‘দুজনকে দুজনকে ডেট করছি এ কথা তো ঠিক, পরিবারের লোকেরাও সবটাই জানে। কিন্তু ওভাবে অফিসিয়ালি প্রেম প্রস্তাব কেউই কাউকে দিইনি।’ আজকাল হামেশাই পরস্পরের পরিবারের সঙ্গে সময় কাটান শ্বেতা-রুবেল। ক'দিন আগেই হবু শাশুড়িমার জন্মদিনের মধ্যমণি ছিলেন শ্বেতা। আপতত পরস্পরকে চিনছেন, বুঝছেন দুজনে। সম্পর্কটাকে একটু সময় দিতে চান শ্বেতা-রুবেল তবে ‘খুল্লাম খুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’ এমনটা বলতে দ্বিধা নেই।

জি বাংলার এই হিট জুটি আপতত নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। তবে ব্যস্ততার ফাঁকেও পরস্পরকে সময় দিতে ভোলেন না। এখন রুবেলের পরিবারেরই একজন হয়ে উঠেছেন শ্বেতা। টেলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবরের মাঝে শ্বেতা-রুবেলের রোম্যান্স হয়ে উঠেছে ‘টক অফ দ্য টাউন’। কবে পরিণতির দিকে এগোবে সম্পর্ক? সেই প্রশ্নই এখন অনুরাগীদের মনে।

 

 

 

বন্ধ করুন