২০২৪ সালে তিনি সরাসরি রাজনীতির ময়দানে পা রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লোকসভা নির্বাচনে হুগলি থেকে লড়াই করবেন রচনা বন্দ্যোপাধ্যায়। নবাগতা হলেও ভোটের ময়দানে জয় ছিনিয়ে আনেন তিনি। কিন্তু হলে কি হবে, প্রচার থেকে নির্বাচন জেতার পর নানা সময় নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হল না।
আরও পড়ুন: কৌশিক - জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
কী ঘটেছে?
সংসদে বর্তমানে বাজেট অধিবেশন চলছে। সেটারই ফাঁকে এদিন বাবা রামদেবের সঙ্গে দেখা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে দেখা করে কথা বলে আশীর্বাদও নেন। এদিন তাঁদের সেই মোলাকাতের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিদি নম্বর ওয়ান। আর তারপরই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
আরও পড়ুন: ভক্তদের খুশি করতেই চুমু খেয়েছেন, ট্রোলড হতেই সাফাই উদিতের! বললেন, 'এসবে এত নজর দেওয়া উচিত না'
রচনা বন্দ্যোপাধ্যায় এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি বাবা রামদেবের পাশে বসে আছেন একটি সোফায়, তাঁর পিঠে হাত রেখে হাসিমুখে পোজ দিয়েছেন যোগগুরু। অভিনেত্রী, তথা সাংসদের পরনে কালো কুর্তি, প্যান্ট এবং উইলিকটের মাফলার।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'উনি দেখতে পেলে কিন্তু বকা দেবে।' আরেকজন লেখেন, 'দুজনকেই ভালো মানিয়েছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাবা নম্বর ওয়ানের সঙ্গে দিদি নম্বর ওয়ান।'
সংসদে রচনা
প্রসঙ্গত রচনা এদিন আরও একটি পোস্ট করেন যেখানে তাঁরা বাজেট অধিবেশনের প্রথম দিনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাঁর সঙ্গে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জুন মালিয়া, সায়নী ঘোষ, প্রমুখকে দেখা গিয়েছে। তাঁরা সংসদের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তোলেন। এদিন জুন এবং সায়নীকে শাড়িতে দেখা গেলেও, রচনা ধরা দেন চুড়িদারে