হঠাৎই গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ, অভিনেত্রী-সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামী ২ দিন নিজের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন রচনা। এই খবর ছড়িয়ে পড়তেই তাই বেশ উদ্বিগ্ন রচনার অনুরাগীরা। তবে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।
কিন্তু কী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের?
টিভি 9-কে সাংসদ-অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পেটের সমস্যা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের। ব্লাড প্রেশার কমে গিয়েছিল। তবে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই। এখন তিনি অনেকটাই সুস্থ। আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার কথা হয়েছে। জানানো হচ্ছে, পুজোর আগে তারকাদের ব্যস্ততা তো থাকেই। বিভিন্ন পুজো উদ্বোধন, অনুষ্ঠানে যাওয়ার থাকে। তাই এই সময়টাতে অসুস্থ হয়ে পড়লে তাঁদের সমস্যায় পড়তে হয় বৈকি। তবে অসুস্থতার কারণেই কালীপুজোর আগে রচনা বন্দ্যোপাধ্যায় সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই ব্যস্ততার মধ্যেই সময় কাটছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। দিদি নম্বর ওয়ান-এর জন্য তাঁর জনপ্রিয়তা বরাবরই রয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ২০২৪ সালে হুগলি থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হন তিনি। যদিও ভোটপ্রচার থেকে থেকে শুরু করে এখনও পর্যন্ত নানা কারণে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও ট্রোলিং নিয়ে বিশেষ মাথা ব্যাথা করতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছিলেন রচনা। তবে তারপরেও ট্রোলিং কিন্তু বন্ধ হয়নি। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবরে তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন অনুরাগীরা।
যদিও দীপাবলির আগে অসুস্থ হয়ে পড়লেও দুর্গাপুজোর সময় অবশ্য কখনও নিজের সাংসদীয় এলাকা হুগলি, কখনও আবার কলকাতার পুজো উদ্বোধনে দেখা গিয়েছিল রচনাকে। আবার বিজয়ার দিন নিজের আবাসনে আরবানাতে সিঁদুর খেলতেও দেখা যায় সাংসদ-অভিনেত্রীকে।