বাংলা নিউজ > বায়োস্কোপ > বাবার পর আরও এক কাছের মানুষকে হারালেন ‘দিদি নম্বর ১’-এর রচনা, শোকস্তব্ধ নায়িকা!

বাবার পর আরও এক কাছের মানুষকে হারালেন ‘দিদি নম্বর ১’-এর রচনা, শোকস্তব্ধ নায়িকা!

বাবার পর এক ঘনিষ্ঠ সহ-অভিনেতাকে হারালেন দিদি নম্বর ১-র রচনা

একসাথে বহু ছবিতে কাজ করেছেন রচনা এই অভিনেতার সাথে। 

গত কয়েকটা মাসে যেন ঝড় বয়ে গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। হঠাৎই বাবাকে হারান অভিনেত্রী। স্বামীর সাথে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ছেলেকে নিয়ে বাবার সাথেই থাকতেন রচনা। সঙ্গে জীবনের সমস্ত বড় বড় সিদ্ধান্তেও পাশে পেয়েছেন বাবাকে। এমনকী, রচনা জানিয়েছিলেন নতুন শুরু করা শাড়ির বুটিকেও বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আর তাই বাবাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন। এমনকী, বাবার সমস্ত পরলৌকিক কাজ শেষ হওয়া অবধি শ্যুট, ব্যবসাও বন্ধ রেখেছিলেন। 

তবে, মাসখানেকের মধ্যে আরও এক কাছের মানুষকে হারালেন রচনা। ওড়িয়া সিনেমার কিংবদন্তী অভিনেতা মিহির দাস কটকের এক বেসরকারি হাসপাতালে। বাংলা-হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করেছেন রচনা। আর সেসবের মধ্যে ওড়িয়া ইন্ডাস্ট্রি অন্যতম। 

প্রসঙ্গত, কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন মিহির। মাসখানেক আগে হার্ট অ্যাটাকও হয় তাঁর। আর এসব কারণেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তারপর মারা যান মঙ্গলবার ১১ জানুয়ারি। 

এই সময় ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন, ‘অনেকদিনের সম্পর্ক আমার সঙ্গে। ভীষণ কাছের মানুষ ছিলেন। আমাকে  শুধু যে স্নেহ করতেন তা নয়, বরং অভিনয়ও শিখেছি ওঁর থেকে। বহু সিনেমা করেছি আমরা একসঙ্গে। আমার কাছে খুবই দুঃখের খবর এটা, কিন্তু জীবনের নিয়মই তাই।’

'গঙ্গা যমুনা', 'এক চিলতে সিঁদুর'-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রচনা আর মিহির। ওডিশা সরকারের পক্ষ থেকে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পান মিহির ‘লক্ষ্মী প্রতিমা’ সিনেমার জন্য। তিনি শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কার পান ‘মু তাতে লাভ করুছি’ সিনেমার জন্য ২০০৭ সালে।

বায়োস্কোপ খবর

Latest News

IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.