বছরের পর বছর ধরে টেলিভিশনের হিট শো ‘দিদি নম্বর ১’। তবে রচনা সঞ্চালিত এই গেম শো নিয়ে বিতর্কও কম হয় না। ‘দিদি নম্বর ১’-এর এক সাম্প্রতিক এপিসোড ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। চলতি সপ্তাহে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন রুকমা রায়। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রুকমা। নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’র প্রচারে দিদির মঞ্চে হাজির হয়েছিলেন তিনি।
‘লালকুঠি’ শেষ হওয়ার পর এখনও নতুন সিরিয়ালের কাজে হাত দেননি রুকমা। স্বভাবতই অভিনেত্রীর হাতে এখন অনেকটা ফুরসত। সেই সময়কে কাজে লাগিয়ে এদিক-সেদিক ঘুরছেন রুকমা। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে রুকমার পায়ের নীচে এখন সর্ষে! রচনা সরাসরি রুকমাকে প্রশ্ন করেন, ‘তা এই ক’দিন কোথায় কোথায় ঘোরা হল?' জবাবে রুকমা জানান, ‘এই তো বাবা-মা’কে নিয়ে সম্প্রতি পুরুলিয়া ঘুরে এলাম। তারপর আমি, শ্রীতমা আমরা সবাই থাইল্য়ান্ড গিয়েছিলাম ঘুরতে। ওখানে শপিং করলাম, প্রচুর ঘুরলাম, ছবি তুললাম'। এরপরই রচনা ফুট কেটে বলেন, ‘সবচেয়ে মজার কথা হচ্ছে, বাবা-মা’কে নিয়ে যাচ্ছে পুরুলিয়া আর নিজে যাচ্ছে থাইল্যান্ড'। তারপরই হো হো করে হেসে ওঠেন রচনা। ব্যাস, এতেই তাল কেটেছে নেটিজেনদের একটা অংশের।
একজন নেটিজেন লেখেন, ‘পুরুলিয়া কি থাইল্যান্ডের চেয়ে খারাপ? তির্যক হাসি কেন? নিজের দেশকে ভালবাসতে জানেন না। আপনারা ধান্দাবাজ। রূপ আর কথা বিকিয়ে খান। প্রকৃত শিক্ষা কম। নিজেদের সবজান্তা মনে করেন।’ অপর একজন লেখেন, ‘তির্যক হাসিটা সত্যি কানে বাজলো, খুব খারাপ লাগলো’। এক পুরুলিয়াবাসী লেখেন, ‘কেন পুরুলিয়ার মধ্য়ে খারাপ কী আছে? একবার এসে দেখে যান পুরুলিয়া। দেখুন এখানকার মানুষ কত সহজ-সরল। তারপর পুরুলিয়া নিয়ে মন্তব্য করবেন’। রচনা হালকাভাবে রুকমার সঙ্গে ঠাট্টা করতে চাইলেও থাইল্যান্ডের চেয়ে পুরুলিয়াকে নীচু করেছেন অভিনেত্রী, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে।
অনেকে আবার রুকমার লুক নিয়েও ট্রোল করতে ছাড়েনি। নতুন হেয়াল-স্টাইলে বিচ্ছিরি লাগছে অভিনেত্রীকে, মন অনেকের। দিদি নম্বর ১-এর মঞ্চে রুকমার লাভ লাইফ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি রচনা। তিনি বলে বসেন, ‘পছন্দ পাঞ্জাবি অথচ যাচ্ছে থাইল্যান্ড, ব্যাপারটা কী?’ পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলেন, ‘সবচেয়ে বেশি পাঞ্জাবি ছেলে থাকে থাইল্যান্ডে’। তবে কি ভিনদেশের বাসিন্দা হয়ে যাবেন রুকমা, পাকাপাকিভাবে পাটায়াতে থাকবেন? দিদির প্রশ্নে নায়িকার জবাব, ‘না, আমি কলকাতা ছেড়ে কোথাউ যাচ্ছি না, এখানেই থাকছি’। তবে কি পাঞ্জাবি ছেলের প্রেমে পড়েছেন রুকমা? তেমনই ইশারা রচনার!
আরও পড়ুন-মুম্বই থেকে জয়সলমেরের পথে, এ কেমন পোশাকে বিয়ে করতে চলল কিয়ারা!
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup