শুরু থেকেই চর্চায় রয়েছে রচনার ‘দিদি নম্বর ওয়ান’। গত ২দিন ধরে ফের একবার চর্চা শুরু হয়েছে এই শো নিয়ে, কারণটা গ্র্যান্ড ফিনালে। ২১ জুলাই রবিবার, সন্ধ্যে সাড়ে ৮টার সময় সম্প্রচারিত হবে শোয়ের গ্র্যান্ড ফিনালে। কোন কোন প্রতিযোগী রয়েছে এই শোয়ের ফাইনাল পর্বে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে পোস্ট করা শোয়ের প্রোমোতে উঠে এসেছে, দিদি নম্বর ওয়ানে হতে চলা জেলায় জেলায় লড়াইয়ের কিছু ঝলক। গ্র্যান্ড ফিনালেতে হাওড়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুর, জেলার তরফে ৪ প্রতিযোগীকে প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে। এর মধ্যে প্রতিযোগী দেবলীনা চট্টোপাধ্যায়কে দক্ষিণ দিনাজপুরের তরফে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। তিনি বলেন, ‘আমি জেলাস্তর থেকে লড়াই করে, সেমিফাইনাল হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছেছি। আর এটা বলতেই হচ্ছে, পুরো উত্তরবঙ্গ কিন্তু আমার কাঁধে। আমি আসলে দক্ষিণ জিনাজপুরের হয়ে উত্তরবঙ্গকে জেতানোর দায়িত্ব নিয়েছি।’

দ্বিতীয় প্রতিযোগী বলেন, ‘আমি ডক্টর অর্পিতা মাইতি। পেশায় একজন গাইনিকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান। আমি পশ্চিম মেদিনীপুরকে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার সঙ্গে মোট ৪জন প্রতিযোগী আছে। প্রথমে আমরা জেলা ভিত্তিক খেলেছি, তারপর সেমিফাইনাল হয়ে ফাইনালে ৪ জন উঠে এসেছি। সকলের জন্যই আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল। তবে আমি পশ্চিম মেদিনীপুরকেই বাংলার দিদি নম্বর ওয়ান করবই।’

মুর্শিদাবাদ জেলাকে প্রতিনিধিত্ব করবেন ময়ূরী। তিনি বলেন, ‘এর আগেও আমি আমার জেলাকে কথা দিয়েছিলাম চ্যম্পিয়নের জায়গায় নিয়ে আসব। আপনাদের আর্শীবাদ ও শুভকামনায় আমি এই জায়গায় আসতে সক্ষম হয়েছি। কথা দিচ্ছি, আমি আমার ১০০ শতাংশ দেব এবং মুর্শিদাবাদ জেলাকে দিদি নম্বর ওয়ানকে চ্যাম্পিয়ন করে ফিরিয়ে নিয়ে যাব।'

এবার হাওড়া থেকে প্রিতিনিধিত্ব করতে দেখা যাবে সুপর্ণা চক্রবর্তীকে। ‘আমি দিদি নম্বর ওয়ানের কঠিন ধাপগুলো পার করে আজ আমি এখানে পৌঁছেছি হাওড়া জেলাকে প্রতিনিধিত্ব করতে। আমি মন থেকে চেষ্টা করব, আমি চাই আমি যেন সেরা হই।’

দিদি নম্বর ওয়ানের গ্র্যান্ড ফিনালে পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুই গায়ক অনীক ধর ও ইমন চট্টোপাধ্যায়কে। দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকেও।
এই পর্বের আগে রচনাকে বলতে শোনা গেল, ‘আজ বাংলার দিদি নম্বর ওয়ান পেয়ে যাব আমরা।’ সারা মাস জুড়ে লড়াই চলেছে, ৭০-৮০ জন দিদি এখানে এসে খেলেছেন, দারুণ পারফর্ম করেছেন সকলে। আর আজ তাঁদের মধ্যে থেকেই ৪ জন ফাইনাম পর্বে আছেন, দেখা যাবে কে হন বাংলার সেরা দিদি নম্বর ওয়ান?'