বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachana Banerjee: ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা

Rachana Banerjee: ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা

‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা

Rachana Banerjee: চড়া মেকআপে মাচা শো-তে রচনা। 'মন আমার কেমন কেমন করে..' গেয়ে পড়লেন ট্রোলিং-এর মুখে।

আরজি কর কাণ্ডের জেরে ব্যাপকভাবে প্রভাবিত বিনোদুনিয়া। পুজোর আগে মাচা শো-এর বুকিংয়ে মন্দা। পুজো উদ্বোধন, জলসা এবং মাচার অনুষ্ঠানের অগ্রিম বুকিং-এর হাল তথৈবচ। এর মাঝেই সোশ্যালে ভাইরাল হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মাচা শো-এর একটি ভিডিয়ো।

গ্রামাঞ্চল বা শহরতলিতে মঞ্চে উঠে তারকারা নাচেন কোথাও আবার শোনান গান। সেরকমই একটি অনুষ্ঠানে পৌঁছেছিলেন রচনা। কালো ওয়েস্টার্ন পোশাক, সঙ্গে চড়া মেকআপে দিদি নম্বর ১-কে চেনা দায়! চোখের সবুজ গ্লিটার ছিল রচনার মেকআপের হাইলাইট! মাইক হাতে তারকা সাংসদ গান ধরতেই হেসেখুন নেটপাড়া।

জনপ্রিয় লোকগীতি ‘মন আমার কেমন কেমন করে…’ গেয়ে নেটিজেনদের কাছে হাসির খোরাক হলেন রচনা। এক মহিলা নেটিজেন লেখেন, ‘দিদি তো গানটার ধর্ষণ করে ছেড়ে দিল’। অপর একজন লেখেন, ‘কতো পাপ করলে এমন গান সামনে আসে’। আরেক নেটিজেন কড়া ভাষায় লেখেন, ‘পয়সার জন্য কোন পর্যায়ে নেমেছে, ছিঃ ছিঃ,এর থেকে কি আর আশা করা যায়,,ইনি আবার মহিলাদের আইকন, এগুলো গান???সুর নেই তাল নেই,,সবাই কে সব পারতে হবে????’

গত ৯ই সেপ্টেম্বর ফেসবুকে আর্শীবাদ স্টুডিওজের তরফে আপলোড করা হয় ভিডিয়োটি। তারপর থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ দেখে ফেলেছেন ওই ভিডিয়ো। যদিও এই অনুষ্ঠানটি কবেকার তা স্পষ্ট নয় ভাইরাল ভিডিয়ো দেখে। অভিনয়ের পাশাপাশি দিদি নম্বর ১-এর সঞ্চালিকা হিসাবে রচনার জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে ছিল। কিন্তু রাজনীতির ময়দানে সামিল হওয়ার পর থেকে প্রশংসার পাশাপাশি কম কটাক্ষও কপালে জোটেনি রচনার।

হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে পার্লামেন্টে গিয়েছেন রচনা। আরজি কর ইস্যুতে রচনার প্রাথমিক নীরবতা নিয়ে কম সমালোচনা হয়নি, এরপর গত ১৫ই অগস্ট ভিডিয়ো বার্তা জারি করে কটাক্ষের শিকার হন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন-‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য অনেক মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’, বেফাঁস রচনা

দু-দিন আগে হুগলির চুঁচুড়ায় তাঁত মেলায় সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার বার্তাক পূর্ণ সমর্থন জানান রচনা। বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে মনে করি, দিদি (মমতা) যা বলেন, চিন্তাভাবনা করেই বলেন। পুজো নিশ্চয়ই হওয়া দরকার। শুধু আনন্দ নয়, প্রচুর মানুষের ব্যথাবেদনা, শ্রম জড়িয়ে থাকে পুজোর সঙ্গে। যাঁরা মণ্ডপ নির্মাণ করেন, তাঁরা কত শ্রম দিয়ে সেই কাজ করেন! উৎসব এলে অনেক মানুষের রুজিরোজগার হয়। সংসার চলে। সেটা ভুলে গেলে হবে না।’

জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসার কথা জানিয়ে রচনা বলেন, 'চিকিৎসকদের কর্মবিরতির জন্য অনেক মানুষ দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। অনেক মানুষ মারা যাচ্ছেন। অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে। অনেক অভয়া তৈরি হচ্ছে। অনেক বাচ্চার মা-বাবা মারা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই জুনিয়র ডাক্তারদের কাছে আমার করজোড়ে আবেদন— আন্দোলন থাকবে। আন্দোলন করুন। কিন্তু কাজে ফিরে আসুন।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.