বাংলা সিনেমার অন্যতম হিট জুটি রচনা-প্রসেনজিৎ আবার একসঙ্গে, তবে এবার ছোট পর্দায়! সোমবার জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে বিকেলে লাইভে আসে একসঙ্গে এই কথা জানালেন প্রসেনজিৎ ও রচনা।
আসল ঘটনা হল আগামী ১৭জুন বাবা মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বহু চর্চিত সিনেমা 'আয় খুকু আয়', যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবি মুক্তির আগে তারই প্রোমোশনে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বিশেষ পর্বেরই শুটিং চলছে সোমবার।
তারই ফাঁকে জি বাংলার সেট থেকে লাইভে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে আগামী ১৪জুন দিদি নাম্বার ওয়ানে বাবা-মেয়েদের জুটি নিয়ে থাকবে বিশেষ পর্ব। আর সেখানেই দেখা মিলবে 'আয় খুকু আয়' টিমের।তবে শুধু প্রোমোশন নেই, দীর্ঘদিনের বন্ধুত্বের উদযাপনও যে চলছে কাজের ফাঁকে সেকথা নিজেই জানালেন রচনা।
পাশাপাশি তিনি জানান এই বিশেষ পর্বে বিশেষ চমক হিসেবে থাকছে প্রসেনজিৎ-এর সিনেমার গানে রচনা-প্রসেনজিৎ জুটির নাচ। বলাই বাহুল্য ১৪ই জুনের এপিসোডের অপেক্ষায় গোটা দর্শকমহল।