বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachel Ann Mullins on SRK: 'শাহরুখ কে?' পাঠানের শ্যুটে গিয়ে জানতে চেয়েছিলেন হলিউডি স্টার রাচেল!

Rachel Ann Mullins on SRK: 'শাহরুখ কে?' পাঠানের শ্যুটে গিয়ে জানতে চেয়েছিলেন হলিউডি স্টার রাচেল!

'শাহরুখ কে?' পাঠানের শ্যুটে গিয়ে জানতে চেয়েছিলেন হলিউডি স্টার রাচেল!

Rachel Ann Mullins on SRK: রাচেল অ্যান মুলিনস পাঠান ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন। অথচ, এই ছবিতে কাজ করার আগে পর্যন্ত তিনি জানতেনই না শাহরুখ খান কে! কী বললেন তিনি সহ অভিনেতা সম্পর্কে?

হলিউডের অভিনেত্রী রাচেল অ্যান মুলিনস পাঠান ছবির হাত ধরে বলিউডে ডেবিউ সারলেন। আর প্রথম ছবিতেই কিনা তিনি কাজ করার সুযোগ পেলেন শাহরুখ খানের সঙ্গে! কিন্তু একি! তিনি জানালেন এই ছবিতে কাজ করার আগে পর্যন্ত নাকি তিনি জানতেন না শাহরুখ খান কে! হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান ভারতে কাজ করার অভিজ্ঞতা। পাঠান ছবিতে অভিনয় করে তাঁর কেমন লাগল।

রাচেলকে এর আগে হ্যাপি এন্ডিংস, দ্য লীগ ইত্যাদির মতো শোতে দেখা গিয়েছে। তিনি একাধিক হলিউড ছবিতেও কাজ করেছেন। পাঠান ছবিতে তাঁকে একজন রাশিয়ান চর হিসেবে দেখা যায়। তাঁর চরিত্রের নাম এখানে অ্যালিস হয়েছিল।

রাচেল জানান তিনি এই ছবির বিষয়ে, তার ব্যাপ্তি হিসেবে কিছুই জানতেন না। যখন জানলেন যে দীপিকা পাড়ুকোন এই ছবির একটি অংশ তখন তিনি পাঠান ছবির ব্যাপকতার কথা খানিকটা আন্দাজ করেন বলেই জানান। তাঁর কথায়, 'আমি পাঠান ছবির বিষয়ে কিছুই জানতাম না। না জেনেই এই ছবিতে কাজ করতে আসি। এমনকি ছবির নাম পর্যন্ত জানতাম না। কিন্তু আমি যখন যশ রাজ স্টুডিওতে শ্যুট করছিলাম তখন আমি সেখানে দীপিকার নাম দেখতে পাই। আমি তখন বুঝি যে এই ছবি ব্যাপক হতে চলেছে। ও ভীষণ সুন্দর।'

শাহরুখ খানের বিষয় তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমি জানি অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু এই ছবিতে একসঙ্গে কাজ করার আগে পর্যন্ত আমি জানতাম না শাহরুখ খান কে। একজন সহকারী পরিচালক আমায় জানান যে তিনি একজন বিশাল বড় অভিনেতা। আমাদের একসঙ্গে শ্যুটটা ভীষণ ভালো হয়েছিল। এবং সেই দিন জানতে পারি আমাদের দুজনের জন্মদিন একই দিনে।'

কিন্তু কীভাবে তিনি এই ছবির জন্য ডাক পেয়েছিলেন? সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ' আমার দুর্দান্ত এজেন্ট রবি আহুজা আমার অডিশন নিয়েছিল। আমি তখন মালদ্বীপে ছিলাম যখন আমি কলটা পাই। আমি হ্যাঁ বলি এবং মুম্বই আসি কস্টিউম ফিটিংসের জন্য।'

পাঠান ছবিটি ইতিমধ্যেই দুর্দান্ত সাড়া পাচ্ছে। তিনি তাঁর চরিত্রের কী প্রশংসা পেলেন? এই বিষয়ে অভিনেত্রী বলেন, ' আমি এই ছবিটার জন্য অনেক ভালোবাসা পাচ্ছি। পৃথিবীর সমস্ত জায়গা থেকেই আমার ভক্তরা আমায় ভালোবাস জানাচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে।'

আচমকা ভারতীয় বিনোদন জগতে কীভাবে এলেন তিনি? কী জানালেন রাচেল? অভিনেত্রীর কথায়, ‘২০১৬ সালে আমি একটি তথ্যচিত্র ভারতের শ্যুট করেছিলাম। সেটার পরিচালনা এবং প্রযোজনা আমিই করেছিলাম। এরপর লিংকডইনে এক এজেন্টের সঙ্গে আমার কথা হয় বলিউড প্রজেক্ট নিয়ে। তারপর আমি হলিউডে ব্যস্ত হয়ে পড়ি। এরপর করোনাভাইরাস এল যখন, লস অ্যাঞ্জেলেসে বিনোদন ব্যবসার দারুণ ক্ষতি হল যখন তখন মনে হল এই সুযোগ ইন্ডাস্ট্রি সুইচ করার। কিন্তু এখানে এসেই আমি অডিশন দিতে শুরু করি।’

রাচেল অ্যান মুলিনস ফ্যাশন মার্চেন্ডাইজিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি মডেলিং শুরু করেন মাত্র ১২ বছর বয়সে। পাঠান ছাড়াও তাঁকে আই অ্যাম ডাইং আপ হিয়ার সিজন ২, চুটজপাহতে দেখা গিয়েছে।

বন্ধ করুন