বিতর্ক যেন অভিনেত্রী র্যাচেল হোয়াইটের পিছু ছাড়ে না। বুধবার টুইটারে এক অ্যাপ ক্যাব সংস্থার উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, একটুর জন্য ফ্লাইট মিস হওয়ার হাত থেকেও বেঁচেছেন তিনি। কলকাতায় এক ওলা চালকের হাতে হেনস্থা হতে হয়েছে বলেই দাবি জানিয়েছেন।
@ওলা_ক্যাবস @ওলা_কলকাতা-কে ট্র্যাগ করে র্যাচেল টুইটারে লেখেন, ‘আজ সকালে আমার সবচেয়ে বিচ্ছিরি অভিজ্ঞতা হল ওলায়। আমার মনে হয় এটা হয়েছে কেমবলমাত্র গাড়ির চালক অনলাইন পেমেন্টের ব্যাপারটা ঠিক করে জানেন না বলে। এটা আমাকে আরও রাগিয়ে দিয়েছে। আমি চালককে এটাও বলেছিলাম আমার আন্তর্জাতিক বিমান আছে, আর আমি এরকম করলে সেটা মিস করব…’
তিনি আরও লেখেন, ‘ক্রমাগত খারাপ অভিজ্ঞতা হচ্ছে যাত্রীদের, এদিকে চালক নেওয়া হচ্ছে সঠিকভাবে পটভূমি পরীক্ষা না করে আর ট্রেনিং না দিয়ে। আমি নিশ্চিত ওলার অখুশি চালকরা আরও বেশি কিছু করতে পারে।’
এই নিয়ে ওলার অ্যাপ দিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকে যে জবাব আসে তাতে আরও রেগে যান অভিনেত্রী। ওলা প্রথমে ক্ষমা চায় তারপর ড্রাইভারকে নেগেটিভ পয়েন্ট দেওয়ার কথা বলে। কিন্তু ওই চালককে কোনও শাস্তি না দেওয়াই র্যাচেল মেনে নিতে পারেননি। ওলার কাছ থেকে আসা জবাবের স্ক্রিনশট শেয়ার করে তাই লিখেছেন, ‘চালককে ততক্ষণাৎ তাড়িয়ে না দিয়ে ওলা অপেক্ষা করছে আরও এই ধরনের ঘটনা ঘটার। লজ্জা হওয়া উচিত। এই কারণেই চালকদের এরকম কিছু যায় আসে না মনোভাব।’
নেটপাড়ার বড় একটা অংশ র্যাচেলের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁদের দাবি একইভাবে হেনস্থার শিকার তাঁরাও। এবং ওলাকে জানিয়েও কোনও উপকার হয়নি। এমনকী, অনেকেরই দাবি ওলায় চাপতে তাঁরা নাকি আজকাল বেশ ভয়ই পান!