বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachel White: ওলা চালকের হাতে হেনস্থার শিকার অভিনেত্রী র‌্যাচেল, ক্ষোভ উগরে দিলেন টুইটারে

Rachel White: ওলা চালকের হাতে হেনস্থার শিকার অভিনেত্রী র‌্যাচেল, ক্ষোভ উগরে দিলেন টুইটারে

 ওলাকে নিয়ে ক্ষোভপ্রকাশ করে টুইট করলেন র‌্যাচেল হোয়াইট।

@ওলা_ক্যাবস @ওলা_কলকাতা-কে ট্র‌্যাগ করে বুধবার তিনটি টুইট করেন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। তাঁর দাবি অনলাইন ট্রান্স্যাকশনে অনভস্ত চালকের কারণে বিমান পর্যন্ত মিস হতে বসেছিল তাঁর। 

বিতর্ক যেন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইটের পিছু ছাড়ে না। বুধবার টুইটারে এক অ্যাপ ক্যাব সংস্থার উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, একটুর জন্য ফ্লাইট মিস হওয়ার হাত থেকেও বেঁচেছেন তিনি। কলকাতায় এক ওলা চালকের হাতে হেনস্থা হতে হয়েছে বলেই দাবি জানিয়েছেন।

@ওলা_ক্যাবস @ওলা_কলকাতা-কে ট্র‌্যাগ করে র‌্যাচেল টুইটারে লেখেন, ‘আজ সকালে আমার সবচেয়ে বিচ্ছিরি অভিজ্ঞতা হল ওলায়। আমার মনে হয় এটা হয়েছে কেমবলমাত্র গাড়ির চালক অনলাইন পেমেন্টের ব্যাপারটা ঠিক করে জানেন না বলে। এটা আমাকে আরও রাগিয়ে দিয়েছে। আমি চালককে এটাও বলেছিলাম আমার আন্তর্জাতিক বিমান আছে, আর আমি এরকম করলে সেটা মিস করব…’

তিনি আরও লেখেন, ‘ক্রমাগত খারাপ অভিজ্ঞতা হচ্ছে যাত্রীদের, এদিকে চালক নেওয়া হচ্ছে সঠিকভাবে পটভূমি পরীক্ষা না করে আর ট্রেনিং না দিয়ে। আমি নিশ্চিত ওলার অখুশি চালকরা আরও বেশি কিছু করতে পারে।’

এই নিয়ে ওলার অ্যাপ দিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকে যে জবাব আসে তাতে আরও রেগে যান অভিনেত্রী। ওলা প্রথমে ক্ষমা চায় তারপর ড্রাইভারকে নেগেটিভ পয়েন্ট দেওয়ার কথা বলে। কিন্তু ওই চালককে কোনও শাস্তি না দেওয়াই র‌্যাচেল মেনে নিতে পারেননি। ওলার কাছ থেকে আসা জবাবের স্ক্রিনশট শেয়ার করে তাই লিখেছেন, ‘চালককে ততক্ষণাৎ তাড়িয়ে না দিয়ে ওলা অপেক্ষা করছে আরও এই ধরনের ঘটনা ঘটার। লজ্জা হওয়া উচিত। এই কারণেই চালকদের এরকম কিছু যায় আসে না মনোভাব।’

নেটপাড়ার বড় একটা অংশ র‌্যাচেলের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁদের দাবি একইভাবে হেনস্থার শিকার তাঁরাও। এবং ওলাকে জানিয়েও কোনও উপকার হয়নি। এমনকী, অনেকেরই দাবি ওলায় চাপতে তাঁরা নাকি আজকাল বেশ ভয়ই পান!

বায়োস্কোপ খবর

Latest News

হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.