বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachna Banerjee: ছিলেন না প্রথম সিজনের সঞ্চালিকা! কীভাবে এল দিদি নম্বর ১-এর দায়িত্ব, জানালেন রচনা

Rachna Banerjee: ছিলেন না প্রথম সিজনের সঞ্চালিকা! কীভাবে এল দিদি নম্বর ১-এর দায়িত্ব, জানালেন রচনা

টিভির জার্নি নিয়ে মুখ খুললেন দিদি নম্বর ১-এর সঞ্চালিকা রচনা। 

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে এসে কীভাবে দিদি নম্বর ১-এর পথচলা শুরু হল তা নিয়ে কথা বলতে শোনা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে। টিভির যাত্রা শুরু নিয়ে কী শোনালেন তিনি?

২০১০ সালে শুরু হয়েছিল দিদি নম্বর ১-এর পথ চলা। জি বাংলার নম্বর ১ রিয়েলিটি শো এটি। গ্রাম থেকে শহর, সমস্ত মহিলারাই বিকেল হলে বসে পড়েন টিভির সামনে। রচনা বন্দ্যোপাধ্যায়কেও সঞ্চালিকা হিসেবে খুব পছন্দ করেন সকলে। তাই তো তাঁর নামের পাশে বসে গিয়েছে ‘টিভির দিদি’র ট্যাগ। তবে শুনলে হয়তো অবাক হবেন, একদম প্রথম সিজনে এই গেম শো-র সঞ্চালনার দায়িত্বে ছিলেন না রচনা। বরং সেই স্থানে ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। তাঁর হাত ধরেই দিদি নম্বর ওয়ানের যাত্রা শুরু হয়েছিল।

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে এসে রচনা জানালেন কীভাবে শুরু হল তাঁর টিভিতে জার্নি। স্টেজে এসে শুভশ্রী আর অঙ্কুশকে উদ্দেশ্য করে বললেন, ‘এখন তোমরা যেই কাজটা করছ ২০১০ সালে সেটা আমি আর যিশু শুরু করি। মিঠুনদা ছিলেন এমজি, মহাগুরু। খুব মজা করে ছটা মাস নাচটাচ দেখে আনন্দ করে কাটিয়ে দিলাম। এবার টিভিকে বাই বাই। ছবিতে ব্যাক। কিন্তু এইবারই শুরু হল আমাদের আসল জার্নিটা। বিখ্যাত পরিচালক অভিজিৎ সেন এবং নবনীতারা আমার কাছে এলেন এবং চেষ্টা করলেন বোঝানোর। না তোমাকে আসতেই হবে, তুমি আমার উপর ভরসা রেখে এগিয়ে যাও। আর সেই কথা অভিজিৎ আমি তোমার শুনেছিলাম। আর সেইজন্য সারাজীবন কৃতজ্ঞ থাকব। সঙ্গে জি-র গোটা টিমের উপর। আজকে আমি একটা নতুন জীবন পেয়েছি। সেটা আমাকে জি-ই দিয়েছে।’

রচনা এর আগেও জানিয়েছিলেন, টিভিতে আসা নিয়ে প্রথমে দ্বিধায় ভুগছিলেন তিনি। কিন্তু বর্তমানে দিদি নম্বর ১ তাঁকে যে স্বীকৃতি দিয়েছে তা অবিশ্বাস্য। এর আগে পাননি কখনোই। ঘরে ঘরে প্রতিটা মানুষের মনে এখন জায়গা করে নিয়েছেন দিদি নম্বর ১-এর কারণেই! তাই তো বর্তমানে জি বাংলার এই গেম শো-র সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে গিয়েছে অভিনেত্রীর নাম।

প্রসঙ্গত, মাত্র একটি সিজন সঞ্চালনা করেই সরে এসেছিলেন পুষ্পিতা পারিবারিক সমস্যার কারণে। মায়ের ক্যানসারের লাস্ট স্টেজের কারণে পরিবারকে সময় দেওয়ার দরকার হয়ে পড়েছিল। এরপরে শো-তে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখা গেলেও, সঞ্চালনার জায়গা নিতে পারেননি কখনোই। প্রসঙ্গত, কয়েকটি সিজনে জুন মালিয়া এবং দেবশ্রী রায়-এর মতো অভিনেত্রীরাও ছিলেন সঞ্চালনার দায়িত্বে। তবে জনপ্রিয়তায় তাঁদের কেউ রচনার ধারেকাছে পৌঁছতে পারেননি। ২০২১ সালে অভিনেত্রীর বাবা মারা যাওয়ার পর কয়েকটা এপিসোড সঞ্চালনা করেছিলেন ‘রান্নাঘর’-খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়ও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন