২০২৪-এর ১২ জুলাই মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন। ছোটবেলার প্রেম রাধিকা মার্চেন্টের গলায় মালা দিয়েছেন তিনি। সারা পৃথিবী থেকে লোক এসেছিল আম্বানিদের হাই প্রোফাইল বিয়েতে যোগ দিতে। কদিন ধরে ইন্টারনেটে রাধিকা-অনন্তের বিয়ের ছবি-ভিডিয়ো রীতিমতো ট্রেন্ড করছে।
ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, নব দম্পতির জন্য বিশেষভাবে নৃত্য পরিবেশন করছেন কনের মা ও দিদি, অর্থাৎ শায়লা ও অঞ্জলি মার্চেন্ট। মা-মেয়ে জুটি নিখুঁতভাবে 'মিথিলা কা কান খিলা'-এর সুরে নাচ পরিবেশন করেন। যা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। শায়লার নাচ দেখে তাঁর সঙ্গে অনেকেই নৃত্য পটিয়শী নীতা আম্বানির তুলনা করা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: ‘বুড়ো’ বরকে ডাকলেন ‘মাম্মা’! কাঞ্চন শক্ত করে জড়িয়ে, মলদ্বীপে হানিমুনের ছবিতে কী লিখলেন শ্রীময়ী
জানুন শায়লা মার্চেন্টের সম্পর্কে:
গুজরাটের কচ্ছে জন্মগ্রহণকারী, শায়লা ভাটিয়া (তার প্রথম নাম) মুম্বইয়ের অ্যাক্টিভিটি হাই স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ব্যবসায়ী বীরেন মার্চেন্টকে বিয়ে করেন এবং প্রায় ৩০ বছরের বিবাহিত জীবন তাঁদের। এই দম্পতি কচ্ছের বাসিন্দা যদিও বর্তমানে থাকেন মুম্বইতেই। শায়লা ও বীরেনের দুই মেয়ে- অঞ্জলি মার্চেন্ট মাজিথিয়া এবং রাধিকা মার্চেন্ট আম্বানি।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে মুম্বই পাড়ি যশ-নুসরতের, সঙ্গের ছেলেটি কে?
শায়লা মার্চেন্ট শুধু একজন ফ্যাশনিস্তা নন, তিনি এনকোর হেলথকেয়ার লিমিটেডের একজন এমডিষ। ডিএনএ অনুসারে তার মোট সম্পত্তির মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়াও তিনি অথর্ব ইম্পেক্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক এক্সিম প্রাইভেট লিমিটেড এবং হাভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড-সহ কয়েকটি কোম্পানির ডিরেক্টর।
আরও পড়ুন: আম্বানির ছোটি বহু রাধিকা ‘কাপড় তুলে’ ছুটল মোদীর পিছনে, ভাই-বোন ইশা-আকাশকেও করলেন আলাদা
১৯৬৭ সালে জন্ম হয় শায়লার। তাঁর বয়স বর্তমানে ৫৬ বছর। অর্থাৎ নীতা আম্বানির চেয়ে ৪ বছরের ছোট তিনি। মুকেশ পত্নীর জন্ম ১৯৬৩ সালে। বর্তমানে বয়স ৬০ বছর।
অনন্ত-রাধিকার প্রেম ও বিয়ে:
২০১৮ সাল নাগাদ অনন্ত ও রাধিকার সম্পর্কের খবর এসেছিল। যদিও সেই সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি আম্বানি পরিবার। রাধিকাকে আম্বানি বাড়িতে বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। লেক কোমোতে ইশার বিয়েতেও ছিলেন তিনি। জামনগর ফার্মে মুকেশ ও নীতা আম্বানির নাতি পৃথ্বীর জন্মদিনেও এসেছিলেন। এরপর ২০২২ সালের ডিসেম্বরে 'রোকা' অনুষ্ঠান হয়। ২০২৪ সালে দু দুটি প্র ওয়েডিং হয়, একটি জামনগর ও অপরটি ইউরোপে। আর ২০২৪ সালের জুলাইতে হল বিয়ে মুম্বইতে।