রাধিকা মার্চেন্ট তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে আম্বানিদের বউমা হিসাবে তাঁর প্রথম জন্মদিন পালন করলেন। বুধবার রাতে মুম্বাইয়ে আম্বানি পরিবারের প্রাসাদোপম বাসভবন অ্যান্টিলিয়ায় তার ৩০তম জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। আম্বানি ও মার্চেন্ট পরিবার ছাড়াও অতিথি তালিকায় নাম ছিল জাহ্নবী কাপুর, এমএস ধোনি, অনন্যা পাণ্ডে, সুহানা এবং আরিয়ান খান, ওরি, রণবীর সিং এবং আরও অনেকের।
জন্মদিনের পার্টির একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে রাধিকা মার্চেন্ট লাল রঙের একটি কেক কাটার পর তা প্রথমেই খাওয়ালেন বর অনন্তকে। এরপর তা খাওয়ান শ্বশুরমশাই মুকেশ আম্বানিকে। তারপর নিজের মা-বাবা-দিদির মুখে কেক তুলে দেন।
আরও পড়ুন: টাকা খরচের জন্য মায়ের উপর করেন চিৎকার! বাবা সইফের দেখানো পথেই হাঁটছেন সারা
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, রাধিকার বাবা-মা শায়লা ও বীরেন মার্চেন্ট কেক খেলেও, আকাশ আম্বানির কাছে কেক নিয়ে গেলে তিনি মুখ ফিরিয়ে নেন। সেই ভিডিয়োয় ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই মন্তব্য করেছেন, বিষয়টি কী?
তবে, ভিডিয়োটি একটু মনযোগ দিয়ে দেখলেই স্পষ্ট হবে। আকাশ আম্বানির কেক নিতে অস্বীকার করার কারণটি খুব মিষ্টি ছিল, কারণ তিনি চেয়েছিলেন ঠাকুমা কোকিলাবেন আম্বানিকে আগে কেক খাওয়ান রাধিকা।
আরও পড়ুন: জালিয়ানওয়ালাবাগ নিয়ে ছবি, মুখ্য ভূমিকায় অক্ষয়-মাধবন-অনন্যা! বড় ঘোষণা করণ জোহরের
ভিডিয়োতে দেখা যাচ্ছে, আকাশ আম্বানি রাধিকাকে ইশারায় বলছেন কোকিলাবেন আম্বানিকে প্রথমে কেক খাওয়াতে। আম্বানিদের বংশধর তাঁর দিদা পূর্ণিমা দালালকেও এগিয়ে এসে জন্মদিনের কেক খাওয়ার জন্য অনুরোধ করছিলেন।
নীচে ভিডিওটি দেখুনঃ
গত ১২ জুলাই শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রাধিকা আম্বানি। ধনকুবের আম্বানি পরিবারের পুত্রবধূ হিসেবে এটাই তাঁর প্রথম জন্মদিন।
আরও পড়ুন: ‘আমি কিছু বললেই, লোক বিরক্ত হয়…’! নিজের রসবোধ নিয়ে আর কী বললেন শাহরুখ?
জন্মদিন উদযাপনের জন্য রাধিকা মার্চেন্ট বেছে নিয়েছিলেন সাদা সিল্কের হল্টার টপ ও লাল স্কার্ট। পার্টিতে উপস্থিত ছিলেন মুকেশ ও নীতা আম্বানি, শ্লোকা মেহতা ও আকাশ আম্বানি, ইশা আম্বানি ও আনন্দ পিরামল, রাধিকার বাবা-মা এবং তার বোন অঞ্জলি মার্চেন্ট প্রমুখরা।