আম্বানিদের ছোট বউমার জন্মদিন। তাও আবার বিয়ের পর প্রথম জন্মদিন, তাই সেলিব্রেশন হবে না, তাও কি হয়! ঘটা করেই হল উদযাপন। পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে কেক কাটলেন রাধিকা।
১৮ জুলাই, শুক্রবার ছিল রাধিকার জন্মদিন, ২৯এ পা দিলেন তিনি। তবে সেলিব্রেশন হল একদিন আগেই। ইতিমধ্যেই রাধিকা মার্চেন্টের জন্মদিনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে লাল রঙের একটা কেক কাটতে দেখা যাচ্ছে রাধিকাকে। আম্বানিদের বউমা যখন তাঁর জন্মদিনের কেক কাটছেন তখন তাঁর সঙ্গে ছিলেন পরিবার ও প্রিয়জনরা। পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল স্বামী অনন্ত আম্বানি এবং শ্বশুরমশাই মুকেশ ও শাশুড়িমা নীতা আম্বানিকে। ছিলেন ঠাকুমা কোকিলাবেন আম্বানি, ভাসুর আকাশ আম্বানি, জা শ্লোকা মেহতা, ননদ ঈশা আম্বানি সহ অন্যান্যরা। এদিন কেক কেটে স্বামী অনন্ত, শ্বশুরমশাই মুকেশ, শাশুড়িমা নীতা, ঠাকুমা কোকিলাবেন সহ অন্যান্যদের সেটা খাইয়ে দিতে দেখা যায় রাধিকাকে।
জন্মদিনের ভিডিয়োতে ক্যামেরা ঘরের চারপাশেও ঘুরিয়ে দেখানো হয়। রাধিকা যখন কেক কাটছিলেন সেখানে তখন আম্বানি পরিবার ও উপস্থিত বাকিদের উল্লাস করতে এবং নাচতে দেখা যায়। নীতা আম্বানিকে জন্মদিনের গানে পা দোলাতে দেখা গেল। রাধিকা কেক কাটার সময় ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা মেহতাকে হাততালি দিতেও দেখা গেল।
আরও পড়ুন-একা নয় দোকা! পুজো কার্নিভালে হুইলচেয়ারে কাকে ঠেলে নিয়ে হাঁটলেন? পরিচয় দিলেন কুণাল ঘোষ
এদিকা রাধিকা মার্চেন্টের জন্মদিনের সেলিব্রেশনে হাজির ছিলেন বলিউডের বেশকিছু তারকাও। ছিলেন রণবীর সিং, অনন্যা পান্ডে, খুশি কাপুর, সুহানা খান, আরিয়ান খান, শিখর পাহাড়িয়া সহ আরও অনেকেই। তাঁদের বৃহস্পতিবার রাতে একসঙ্গে ডিনার করতেও দেখা যায়।
এর আগে ওরহান অওত্রামানি ওরফে ওরি-কে রাধিকা মার্চেন্টের জন্মদিনে একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে অনন্ত আম্বানিকে বিয়ের আগে একটা বিলাসবহুল ক্রুজে জমকালো প্রাক-বিবাহ উৎসব চলাকালীন রাধিকার জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল। সেখানে রাধিকা মার্চেন্টকে পপ সেনসেশন কেটি পেরির গালে চুমু খেতেও দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল কেটি পেরির জনপ্রিয় গান ‘আই কিসড আ গার্ল’।
সেই ভিডিয়ো ক্লিপটিতে রাধিকা এবং বর অনন্ত আম্বানি সহ আম্বানি পরিবারের সদস্যদের দেখা যায়। শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানিকেও কেটি পেরির সঙ্গে গান গাইতে দেখা যায়।
জন্মদিনে রাধিকার বন্ধুরা তাঁর প্রি-ওয়েডিং পার্টি থেকে আম্বানিদের বউমার বহু অদেখা ছবি ও ভিডিয়োও শেয়ার করেছেন। একটি ছবিতেবিয়ের পোশাকে দেখা গিয়েছে রাধিকাকে এবং অন্যরা আরও অনেকেই প্রাক-বিবাহের ফটোশুটের নানান ছবি শেয়ার করেছেন। প্রসঙ্গত, ১২ জুলাই শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাধিকা মার্চেন্ট।