মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করেছেন রাধিকা আম্বানি। লাজুক মেয়েটি যে দারুন নাচ করতে পারে তা বিশ্বাসই হত না বন্ধুর বিয়েতে রাধিকার নাচ না দেখলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।
রাধিকা এবং অনন্ত দুজনেই এখন রয়েছেন মুম্বইতে। রাধিকার প্রিয় বন্ধু কৃষ্ণা পারেখ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। যশ সিংঘাল এবং কৃষ্ণা পারেখের সংগীত অনুষ্ঠান সম্পন্ন হল মুম্বইয়ের ট্রাইডেন্ট ওবেরয় হোটেলে। অনুষ্ঠান চলাকালীন বন্ধুদের সঙ্গে নাচ করতে দেখা গেল রাধিকাকে।
আরও পড়ুন: আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল সনম তেরি কসম! লাভিয়াপ্পা-ব্যাডঅ্যাস রবিকুমারকে ছাপিয়ে কত আয় করল?
@ambani updates দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গেছে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হাউজফুল ২ সিনেমার আনারকলি ডিস্কো চালি গানের তালে তালে নাচ করছেন রাধিকা। তবে শুধু রাধিকা নন, রাধিকার সঙ্গে আরও বেশ কয়েকজন বন্ধুও নাচ করছেন।
বন্ধুদের মধ্যে রাধিকাকে আলাদা করে চেনার উপায় নেই। তবে ভিডিয়োয় একটি তীর চিহ্ন দিয়ে রাধিকাকে মার্ক করা হয়েছে, যাতে আম্বানি পরিবারের পুত্রবধূকে ভালো করে বোঝা যায়। বন্ধুর সঙ্গীত অনুষ্ঠানে আম্বানি পরিবারের পুত্রবধূ পরেছিলেন একটি হালকা সবুজ রঙের লেহেঙ্গা, হীরের অলংকার।
তবে এই প্রথমবার নয়, গত বছরের অক্টোবর মাসেও একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন রাধিকা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত চামেলি সিনেমার অন্যতম হিট গান সাজনা ভে সাজনা গানের তালে তালে নাচ করতে দেখা গিয়েছিল রাধিকাকে।
প্রসঙ্গত, গত বছর ১২ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনন্ত এবং রাধিকা। প্রায় একমাস যাবৎ চলা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের একাধিক নামিদামি তারকারা। বিদেশ থেকেও নিমন্ত্রিত ছিলেন বহু মানুষ।
আরও পড়ুন: লাঠি খেলা থেকে ঘোড়ায় চড়া: সম্ভাজি হতে কী কী করেছেন ভিকি প্রকাশ্যে আনলেন
গত বছর নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে রাধিকা নিজের পদবী পাল্টে মার্চেন্ট থেকে আম্বানি রেখেছেন। শ্বশুর বাড়ির পাশাপাশি বাপের বাড়ির ব্যবসাও তিনি সামলাচ্ছেন সমানতালে। তবে হাজার ব্যস্ততার মধ্যেও নিজের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে ভোলেন না তিনি।