মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়ায় গণেশ চতুর্থী উদযাপনের আয়োজন করার পরে, আম্বানি পরিবার গতকাল রাতে গণপতি বাপ্পাকে বিদায় জানাতে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিল। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি তাদের গণপতি মূর্তিকে চৌপট্টি সৈকতে বিসর্জনের স্থানে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে অনন্ত আম্বানি ও তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট।
কয়েক মাসের জাঁকজমকপূর্ণ প্রাক-বিবাহ পর ১২ জুলাই গাঁটছড়া বাঁধেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ে তাদের হাই প্রোফাইল বিয়েতে বলিউড তারকা, কিম কার্দাশিয়ানের মতো আন্তর্জাতিক সেলিব্রিটি, শিল্পপতি, বিশ্বনেতা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: (গণপতিকে অনন্ত আম্বানির উপহার! লালবাগচা রাজার জন্য ২০ কেজির সোনার মুকুট দান, খরচ পড়ল কত?)
গণপতি শোভাযাত্রার তাড়াহুড়োর সময়, নবদম্পতির একসাথে থাকার একটি মধুর মুহূর্ত চুরি করে ভিডিয়ো করা হয়েছিল। একটি ফ্যান ক্লাবের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনন্ত আম্বানির কপালে চুমু খাচ্ছেন রাধিকা মার্চেন্ট।
ছোট আম্বানি বৌ নীল রঙের কুর্তা সেট পরেছিলেন, অন্যদিকে আম্বানি বংশধর কমলা রঙের একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।
আম্বানির গণেশ চতুর্থী উদযাপন
নীতা আম্বানি, রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানিকে গণপতি বাপ্পার জন্য সজ্জিত একটি ট্রাকে দেখা গিয়েছিল। গোটা পরিবার তাদের প্রাসাদসম মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়া থেকে বিসর্জন দেওয়ার জায়গায় যাচ্ছিল। নীতা আম্বানির মা পূর্ণিমা দালাল এবং বোন মমতা দালালও তাদের সাথে যোগ দিয়েছিলেন। মাহিপ ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরকেও ট্রাকে পরিবারের সঙ্গে দেখা গেছে।
আরও পড়ুন: (নেশা-অবসাদে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে কেরিয়ার, তবুও হানি সিং বললেন ‘বলিউড পাশে আছে’)
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিকে অ্যান্টিলিয়া চা রাজাকে এক ঝলক দেখার জন্য গতকাল রাতে মুম্বাইয়ে জড়ো হওয়া বিশাল জনতার উপর ফুল বর্ষণ করতে দেখা গিয়েছে। ট্রাকে দাঁড়িয়ে রাধিকা মার্চেন্টকে শোভাযাত্রায় প্রসাদের প্যাকেট বিতরণ করতে দেখা যায়।
পরে মুকেশ আম্বানিকে বিসর্জনদের জন্য কঠোর নিরাপত্তার মধ্যে চৌপট্টি সৈকতে ছবি তোলা হয়েছিল। আম্বানি পরিবার অ্যান্টিলিয়ায় গণেশ চতুর্থীর জন্য একটি দুর্দান্ত উদযাপনের আয়োজন করার একদিন পরে এই বিসর্জন ঘটেছিল।
আরও পড়ুন: (‘সারপ্রাইজ ছিল...’ অক্ষয়-টুইঙ্কেলের বিয়ে নিয়ে কী জানালেন মেহেন্দি আর্টিস্ট বীণা)
প্রসঙ্গত, এই বছর মুম্বইয়ের প্রিয় লালবাগচা রাজার গণেশের মূর্তিকে সাজানো হয়েছে ১৫ কোটি টাকা মূল্যের ২০ কেজি ওজনের সোনার মুকুটে। লোকমত টাইমসের মতে, অনন্ত আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের উপস্থাপিত এই অসাধারণ উপহারটি ইতিমধ্যে আইকনিক উৎসবে জাঁকজমকের ছোঁয়ায় পরিপূর্ণ।