জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ প্রাক-বিবাহের পার্টি কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে শিরোনাম তৈরি করেছে। ভোগ ইউএস থেকে এই দম্পতির সাক্ষাৎকার নেওয়া হয়। বিশেষ এই ৩ দিনের জন্য তাঁদের পোশাক থেকে গয়না, সবই প্রকাশ হয় সেখানে। সামাজিক মাধ্যম খুললেও, এখনও সবচেয়ে বেশি ভিডিয়ো আসছে আম্বানিদের নিয়েই।
জানা যায়, ৩ দিনের পুরো অনুষ্ঠানের জন্য আম্বানি পরিবারের খরচ হয়েছে ১২৫০ কোটি টাকা। অবশ্য ভারতের কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানির ৮,০০,০০০ কোটি টাকার সম্পত্তির কাছে এই খরচের অঙ্ক কিছুই নয়। আম্বানিদের ছোটি বহু মেনে নেন যে, এটি এমন কিছু যা খুব কম লোকের কাপেলই জোটে। তিনি বলেন, ‘আমি স্বীকার করি যে এটি একটি বিশেষ সুযোগ যা খুব কম লোকই অনুভব করে এবং আমি সত্যিই ধন্য বোধ করি’।
আরও পড়ুন: ডান্স বাংলা ডান্সের সেনসেশন! কীভাবে নাচ শেখা যায় ‘মিশকা’ অহনার কাছে, খরচই বা কত?
‘আমি আশা করি যে আমাদের বিয়ে বিশ্বের বৃহত্তম প্রাণী পুনর্বাসন কেন্দ্র ভানতারার প্রতি বিশ্বব্যাপী মানুষের মনোযোগ আকর্ষণ করবে।এটি এমন একটি প্রকল্প যা আমার স্বামী এবং আমার হৃদয়ের খুব কাছের।’, আরও বলেন রাধিকা।
তবে সম্পত্তির হিসেবে পিছিয়ে জানা না রাধিকারাও। তাঁর বাবা হলেন বীরেন মার্চেন্ট। রাধিকার মা হলেন শৈল বণিক। তিনি নিজেও একজন শিল্পপতি। এনকোর হেল্থকেয়ারের সিইও বীরেন। খবর, বর্তমানে ৭৫৫ কোটি টাকার মালিক। রাধিকা শুধু যে আম্বানি পরিবারের হবু বউমা হিসাবে পরিচিত তা নয়। তাঁর নিজস্ব সম্পত্তি রয়েছে ১০ কোটিরও বেশি। বাবার কোম্পানিতে রয়েছেন গুরুত্বপূর্ণ পদে। পারিবারিক ব্যবসাতেই যোগ দিয়েছেন লেখাপড়ার শেষে।
আরও পড়ুন: ‘মানুষটা কুকুর হয়ে গেল…’, রিসেপশনে মিডিয়া-ড্রাইভার-বডিগার্ড বাদ লেখা নিয়ে বিতর্ক, জবাব শ্রীময়ীর
পড়াশোনা করেছেন রাধিকা মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনোন স্কুল এবং একোলে মনডায়েল ওয়ার্ল্ড স্কুলে। খুব ভালো নাচ করে আম্বানিদের ছোট বউ। শ্রী নিভা আর্টসের গুরু ভাবনা ঠাকুরের কাছ থেকে ভারতনাট্যম নাচ শিখেছেন। খুব ভালো সাঁতারও কাটেন।
রাধিকা এবং অনন্ত বহু বছর ধরে প্রেম করার পরই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন। বিয়ে হবে জুলাইয়ে। তবে সেই বিয়ের আয়োজন কোথায় করা হবে, তা গোপনই রেখেছে আম্বানি পরিবার।
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা গুজরাটের জামনগরে এসেছিলেন। তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর, রানী মুখার্জি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প, কার্লি ক্লোসসহ বিশ্বের অনেক পরিচিত নাম এসেছিলেন এই অনুষ্ঠানে।