গত ৩০ নভেম্বর ছিল ডুয়া লিপার কনসার্ট। আর মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া সেই কনসার্টে বসেছিল চাঁদের হাট! দর্শকাশনে ছিলেন রাধিকা মার্চেন্ট থেকে শুরু করে ইশা আম্বানির বর আনন্দ পরিমল সহ অনেকেই।
আরও পড়ুন: মুম্বই কনসার্টে হঠাৎ শাহরুখের গানে পারফর্ম করলেন ডুয়া লিপা! অভিভূত সুহানা
কারা কারা এসেছিলেন ডুয়া লিপার কনসার্টে?
ডুয়া লিপার মুম্বই কনসার্টে এদিন একাধিক তাবড় তাবড় ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। এক কথায় বলতে গেলে ব্যবসায়ী থেকে শুরু বলিউড অভিনেতারা চাঁদের হাট বসিয়েছিলেন। এদিনের এই অনুষ্ঠানে এসেছিলেন অনন্ত আম্বানির স্ত্রী তথা আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা মার্চেন্ট। ছিলেন তাঁর নন্দাই অর্থাৎ ইশা আম্বানির বর আনন্দ পরিমল। তবে একই পরিবারের হলেও তাঁরা এদিন আলাদা আলাদা গাড়ি করে এসেছিলেন।
অন্যদিকে বলিউড থেকে এসেছিলেন রণবীর শোরে। সঙ্গে ছিল তাঁর এবং কঙ্কনা শর্মার ছেলে হারুন। এছাড়া নম্রতা শিরোদকর তাঁর মেয়ে সিতারাকে নিয়ে এসেছিলেন। ছিলেন নেহা শর্মা এবং তার বোন অ্যায়সা শর্মা। অপূর্ব মেহতাও এসেছিলেন বলে শোনা যাচ্ছে।
ডুয়া লিপার কনসার্ট
৩০ নভেম্বর মুম্বইতে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। এদিনের এই কনসার্টে ডুয়া লিপার সঙ্গে জনিতা গান্ধী, তালউইন্দর সহ আরও অনেকেই পারফর্ম করেছিলেন।
আরও পড়ুন: পুরো 'মাম্মাস বয়'! মায়ের কোলে শুয়ে আদর খাচ্ছেন দেব, ছবি দিয়ে মৌসুমী অধিকারী কী লিখলেন?
ডুয়া লিপা কনসার্টে শাহরুখের গান গাইলেন
এই কনসার্টে এদিন ডুয়া লিপা তাঁর লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান। প্রসঙ্গত এই ম্যাশাপটি তাঁর এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। সেটার থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এদিন এই গানটি পারফর্ম করেন। আর সেই পারফরমেন্সের একাধিক ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে। শাহরুখ কন্যা সুহানা খান নিজেও এই ভিডিয়ো শেয়ার করেছেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন।