মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন। তবে এর বহু আগে থেকেই এই হবু দম্পতি খবরের শিরোনামে। দু'দফায় তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানও হয়েছে। একটি গুজরাটের জামনগরে অন্যটি ইউরোপে। তারপর মুম্বইয়ের বান্দ্রাতেও তাঁদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান শুরু হয়েছে। মামেরু থেকে মেহেন্দি, সঙ্গীত সব কিছু নিয়ে বর্তমানে লাইমলাইটে অনন্ত-রাধিকার বিয়ে।
এর আগের অনুষ্ঠানগুলি নিয়ে যেমন চর্চা হয়েছে তেমনি প্রকাশ্যে এসেছে সেই সব অনুষ্ঠানের নানা মুহূর্তের ভিডিয়ো ও ছবি। সেগুলি রীতিমতো ভাইরাল। তার মধ্যে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে গ্রহ শান্তি পূজার সময় নতুন কনে রাধিকা, তাঁর বাবার সঙ্গে, তাঁদের চোখে মুখে আবেগমাখা। ভিডিয়োয় দেখা গিয়েছে রাধিকা রাধিকা কোনও এক রীতি অনুসারে হবু স্বামীর গলায় মালা পরাচ্ছে। তারপর সবাইকে প্রণাম করে সে সবার আশীর্বাদ নিচ্ছে। সেই সময়ই তাঁর বাবা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন। কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার মায়েরও একই রকম প্রতিক্রিয়া।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে থাকবেন মোদী, গান্ধী পরিবার থেকে কে যাবে আম্বানিদের ওখানে?
অনুষ্ঠানে রাধিকা একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন, পরনে ছিল ঐতিহ্যবাহী শাড়ি। কপালে ছোট্ট টিপ। অন্যদিকে, অনন্ত পরেছিলেন একটি লাল কুর্তা, সঙ্গে সোনালি জড়ির কাজ করা গাভি মোটিফের ম্যাচিং জহোর কোর্ট।
প্রসঙ্গত, হবু এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন।
আরও পড়ুন: 'আমাকে বার বার আমন্ত্রণ জানিয়েছেন...'অনন্ত ও রাধিকার রাজকীয় বিয়েতে যোগ দিতে মমতা পাড়ি দিলেন মুম্বই
তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়। ক্যাটি পেরি, ব্যাকস্ট্রিট বয়েজ এবং পিটবুলের পারফরম্যান্সও ছিল সেখানে। তারপর মুম্বইতে তাঁদের প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের সঙ্গীতে হাজির হয়েছিলেন জাস্টিন বিবার। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।