চলতি বছরের শুরুতেই বিয়ে করে চমকে দিয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তথা সঙ্গীতশিল্পী তাহসান খান। রূপটান শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তাহসানের এই দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চাও কিছু কম হয়নি, আলোচনায় বার বার উঠেছে এসেছে রোজার প্রাক্তনের নাম। তাছাড়াও ফের নতুন করে মিথিলাকে জড়িয়ে তাহসানকে নিয়ে নানা চর্চা হয়েছে। কিন্তু যাঁদের নিয়ে এত আলোচনা সেই তাহসান-মিথিলা, তাঁদের সম্পর্কের সমীকরণটা এখন ঠিক কী? বিয়ের পর কি একে অপরের মুখ দেখাদেখি বন্ধ? মুখ খুললেন মিথিলা।
বিচ্ছেদ হয়ে গেলে যে একে অপরের মুখ দেখাদেখি থাকবে বা তাঁরা একে অপরের শত্রু হয়ে যাবেন এমন ধারণায় মোটেই বিশ্বাসী নন মিথিলা। এই প্রসঙ্গে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান প্রাক্তন তাহসানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, নিয়মিত তাঁদের কথাও হয়। তবে শুধু তাই নয়, তাহাসানের বিয়ের পর তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এর নেপথ্যে ছিল তাঁদের মেয়ে আয়রা।
অভিনেত্রীর মতে, ‘আমার সন্তানের কাছে তাঁর বাবা-মা সমান। দুটো মানুষের বিচ্ছেদ হয়ে গিয়েছে মানে তাঁরা শত্রু, এই ধারণা ভুল। বিচ্ছেদ নানা কারণে হতে পারে। তার জন্য কি আমরা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করব? যখন একটা সন্তান থাকে তখন তার ভালোটা সবার উপর রাখতে হয়। আমাদের নিয়মিত কথা হয় ও দেখা হয়।’
আরও পড়ুন: তেলুগু ছবির সেটে বুলিংয়ের শিকার হন শ্বেতা! 'প্রতিদিন ওই সেটে…', মুখ খুললেন নায়িকা
প্রসঙ্গত, দ্বিতীয় বিয়ের পরও আয়রার অভিভাবকত্ত্ব তাহসানের সঙ্গে মিলেই পালন করেছেন মিথিলা। তবে তাহসানের বিয়ে নিয়ে মিথিলাকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়। মিথিলার সঙ্গে দীর্ঘ দাম্পত্য ছিল তাহসানের। তারপর ২০১৭ সালে সেই বিয়ে ভেঙে যায়। অন্যদিকে, ভালোবেসে বছর কয়েক আগে ২০১৯ সালে মিথিলা বিয়ে করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়কে। মেয়ে আয়রাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থেকেও ছিলেন বাংলাদেশের অভিনেত্রী। কিন্তু মাঝে শোনা যায় আয়রাকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা। দাদু-দিদিমার কাছ বড় হচ্ছে সে। আর এই সবের কারণে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে চর্চার শেষ নেই। মাঝেমধ্যেই তাঁদের ডিভোর্সের গুঞ্জনও শোনা যাচ্ছে, কিন্তু প্রত্য়েকবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুইপক্ষ।