ফের চারদিক সরগরম রূপঙ্কর বাগচিকে নিয়ে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের টক শো-তে এসে বোমা ফাটিয়ে গিয়েছেন আরও একবার। আসলে মাসকয়েক আগে যখন কেকে-বিতর্কে জড়িয়েছিলেন, তখন অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন। অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলেছিলেন। সম্প্রতি ওই টক শো-তে সেসময় নিয়ে কথা বলতে গিয়েই আরও একবার বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
ইমনকে ‘ইনসিকিওর’ বলেছেন রূপঙ্কর। আর রাঘব চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেছেন, ‘ওঁর কাছ থেকেও ওই পোস্টটা এক্সপেক্টেড (রূপঙ্করের বিরোধিতা করে যেটা কেকে মারা যাওয়ার পর করেছিলেন রাঘব)। কারণ আমার উপর রাগটা লুকোতে-টুকোতে পারেনি। অনেক জায়গাতেই সেটা ও দেখিয়ে ফেলেছে।’ আরও পড়ুন: রাগ কমাতে মনোবিদের কাছে রূপঙ্কর! মেয়ে-বউ-এর নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন গায়ক
রূপঙ্করের বলা এই কথার জবাবও দিয়েছেন রাঘব। এক বাংলা সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন, ‘তাই বুঝি। এটা বলেছে। আমার কিন্তু ওর উপরে কোনও রাগ নেই। হ্যাঁ যেটা বলেছে সেটাকে আমি তখন সমর্থন করিনি। তবে সেখানে রাগ, দু:খ, অভিমানের কোনও জায়গা নেই। সমর্থন করিনি ওই পর্যন্তই। আমরা খুব ভালো বন্ধু। আমাদের ভালো সম্পর্ক। মাঝেমাঝেই দেখা হয়। জানি না ও কেন কথাটা বলেছে।’ আরও পড়ুন: ‘আমি ইনসিকিওর হলে রূপঙ্করদা…’, বিতর্কে মুখ খুললেন ইমন চক্রবর্তী
রাঘব জানিয়ে দেন, তিনি নিজে কেকে-র ভক্ত। কেকের সঙ্গে যোগাযোগও ছিল তাঁর। তাই এভাবে কেকের নাম নিয়ে কটাক্ষ তাঁর ভালো লাগেনি। কারও নাম নিয়ে বলাটাই তিনি আসলে সমর্থন করেন না। তাই তো স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে তাঁর রূপঙ্করের উপরে কোনও রাগ নেই।