কদিন আগেই সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের ব্যাকস্টেজ থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন রুক্মিণী মৈত্র। যার থেকে স্পষ্ট হয়েছিল টেলিকাস্ট না হলেও, শ্যুট অনেকখানি হয়ে গিয়েছে। যদিও কারা সেমি ফাইনাল অবধি পৌঁছল, সেসব নিয়ে কিছুই জানা যায়নি ভিডিয়ো থেকে। শুধু একঝলক দেখা গিয়েছিল অতনুকে।
তবে এবার রাঘব চট্টোপাধ্যায়ের পোস্ট থেকে ফাইনালিস্ট কে কে হতে পারে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে সোশ্যালে। গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করে এদিন রাঘব লেখেন, ‘কৃতজ্ঞতায় ভরা হৃদয় এবং চিরকাল মনে রাখার মতো স্মৃতি দিয়ে এই সুন্দর অধ্যায়টি শেষ করছি (যদিও গ্র্যান্ড ফিনালে এখনও আসেনি)। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়া কোনো জাদুর থেকে কম নয়- তাদের বেড়ে উঠতে এবং উন্নতি করতে দেখা সবচেয়ে ফলপ্রসূ অভিজ্ঞতা। এখানের হাসি, শিক্ষা এবং ভালোবাসা যা প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তুলেছে।’ সঙ্গে দেন এই ছবিটি-
এবার মজার ব্যাপার হল, ছবির একেবারে বাঁ দিকে সোনালি টুপি মাথায় দেখা গেল অনীক, সত্যজিৎ ও অতনুকে। এই ধরনের টুপিকে সাধারণত গ্র্যাজুয়েশান হ্যাট বলে। তাহলে কি এই ৩ প্রতিযোগী ফাইনালে পৌঁছেছেন, তাই শুধুমাত্র তাঁদের মাথাতেই এই বিশেষ টুপি উঠেছে। তবে এই ছবিতে আরাত্রিকা, বনশ্রী, দেয়াশিনীদের দেখা যায়নি। আশা রাখা যায়, অন্তত ৫-৬জন পৌঁছবে ফাইনালে। তাই অনুমানের এই ঘোড়া দৌড় বেশি বাড়তে না দেওযাই ভালো।
আরও পড়ুন: নিজের বাড়িতে কে ছুরি দিয়ে কোপাল সইফকে, ডাকাত নাকি…! ১ জনকে আটক করল মুম্বই পুলিশ
চলতি বছরে কোন মেন্টর ছিল না সারেগামাপাতে। বরং আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো।
আরও পড়ুন: মায়ের জন্মদিনে জড়িয়ে চুমু ! দেবের বাবা সিপিএম করতেন একসময়, কোন দলের সমর্থক ছিলেন মা?
আপাতত সারেগামাপা-র ফলাফলের দিকে তাকিয়ে গোটা বাংলা। খুব সম্ভবত ফেব্রুয়ারির শেষে, বা মার্চের শুরুতেই এই রিয়েলিটি শো-র বর্তমান সিজনের পথচলা শেষ হবে।