কিছুদিন আগে রাজ্যসভায় জয়া বচ্চনের নামের সঙ্গে স্বামী অমিতাভের নাম জুড়ে দেওয়ায় মেজাজ হারিয়েছিলেন সাংসদ। এবার সরাসরি নাম উচ্চারণ না করা হলেও বউকে টেনে আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে মশকরা করলেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়। পরিণীতি চোপড়াকে বিয়ে করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে রাঘবের জ্ঞান বেড়ে গিয়েছে, জানালেন তিনি। সংসদে ছবির পাইরেসি নিয়ে প্রশ্ন তোলায় এ হেন কথা শুনতে হল রাঘবকে।
সংসদে যা বললেন রাঘব
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বের সময় রাঘব বলেছিলেন, ‘স্যার, আমরা সবাই জানি, পাইরেসি এমন একটি প্লেগ যা কেবল সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয়, ওটিটি প্ল্যাটফর্ম দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। স্যার, পাইরেসির ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ওটিটি শিল্পে বার্ষিক ২০,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। শুধু করোনা অতিমারীর সময়েই পাইরেসির ঘটনা বেড়েছে ৬২ শতাংশ। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে গত বছর এই সভায় যে সিনেমাটোগ্রাফি বিলটি পাস হয়েছিল, যা মূলত প্রেক্ষাগৃহে চলচ্চিত্র ইত্যাদির অ্যান্টি-ক্যামেরা রেকর্ডিংয়ের সাথে সম্পর্কিত, ভারত সরকার কি আজ সিনেমাটোগ্রাফি বিল সংশোধন করার পরিকল্পনা করছে বা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে পাইরেসি মোকাবেলা করার জন্য একটি পৃথক ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে? কারণ পাইরেসি ব্যাপক হারে বাড়ছে। পাইরেসির ফলে শিল্পীদের বছরের পর বছরের পরিশ্রম নষ্ট হচ্ছে। তাই আমি আপনাদের মাধ্যমে মন্ত্রীকে অনুরোধ করব এই পাইরেসি মোকাবেলায় একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে আসুক সরকার।’
রাঘবের কথা শুনে জগদীপ ধনখড় হেসে বললেন, ‘উনি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানেন। ইদানীং তিনি সেই অভিজ্ঞতা অর্জন করেছেন’। সংসদে রাঘবের পাশে বসা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন রাঘবকে বাহবা দেন। এরপর জগদীপ ধনখড় বলেন, ‘রুপোলি পর্দায় প্রবেশের পর থেকেই জয়াজি পরিশ্রমী ছিলেন। তার কারণেই প্রশ্নটি তাঁর কাছে যৌক্তিক মনে হয়েছে’। রাঘব তাঁকে পালটা জবাব দেওয়ার অনুমতি চাইলে জগদীপ বলেন, ‘কখন আপনি কোনও কিংবদন্তির কাছ থেকে সমর্থন পাবেন তা কখনই স্পষ্ট করবেন না’।
পাইরেসির মতো বিষয় পার্লামেন্টে তুলে ধরায় বরকে নিয়ে গর্বিত পরিণীতি। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে রাঘবের বক্তৃতার একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে লেখেন, ‘সংসদে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপনের জন্য আপনি সত্যি একজন তারকা, অনেক ভালোবাসা’।
বউয়ের জন্যই পাইরেসি নিয়ে রাঘবের এই প্রশ্ন সহমত নেটিজেনরাও। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী হেরা ফেরি চলচ্চিত্রের জনপ্রিয় সংলাপের কথা উল্লেখ করে মন্তব্য করেছেন, ‘লড়কি কা চক্কর বাবু ভাইয়া’। ' আরেকজন লিখেছেন, 'পরিণীতি বৌদির জন্য এই প্রশ্ন'। তৃতীয় কমেন্টে লেখা হয়েছে, ‘হয়ত পরিণীতি রাঘবকে এই প্রশ্নটা করতে বলেছে’।
নেটফ্লিক্সের ভারতীয় ছবি 'অমর সিং চামকিলা'তে শেষ দেখা গিয়েছিল পরিণীতিকে, গত বছর ধুমধাম করে রাজস্থানে রাজকীয় বিয়ে সারেন পরিণীতি-রাঘব।