বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa: সুকান্ত ভট্টাচার্যের রানার গেয়ে বিচারকদের মন্ত্রমুগ্ধ করলেন আরাত্রিকা, রাঘব বললেন, 'হেমন্তের বাবুর পরে এই…'

Saregamapa: সুকান্ত ভট্টাচার্যের রানার গেয়ে বিচারকদের মন্ত্রমুগ্ধ করলেন আরাত্রিকা, রাঘব বললেন, 'হেমন্তের বাবুর পরে এই…'

সুকান্ত ভট্টাচার্যের রানার গেয়ে বিচারকদের মন্ত্রমুগ্ধ করলেন আরাত্রিকা

Saregamapa: সারেগামাপার মঞ্চে এবার আরাত্রিকা সুকান্ত ভট্টাচার্যের কবিতা রানার গেয়ে শোনাবেন। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। বাঁকুড়ার এই কমরেডের নতুন পারফরমেন্স দেখে কী বলছে বিচারকরা?

সারেগামাপাতে এই সপ্তাহে কোন কোন পারফরমেন্স হবে, কে কী গান গাইবেন সেটার কিছু কিছু ঝলক এদিন প্রকাশ্যে আনা হয়। তখনই জানা যায় বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা কোন গান পারফর্ম করতে চলেছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চিকিৎসকদের প্রতিবাদের 'মুখ' তিনি,কিন্তু কে এই কিঞ্জল নন্দ, কোন কোন ছবিতে দেখা গিয়েছে তাঁকে?

কী দেখা গেল সারেগামাপার নতুন প্রোমো ভিডিয়োতে?

সারেগামাপার যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা রানার গেয়ে শোনাবেন আরাত্রিকা। দরাজ কণ্ঠে তিনি আবারও একটি প্রতিবাদী গান পারফর্ম করবেন। আর তাঁর সেই গান শুনেই রীতিমত মুগ্ধ হয়ে যান বিচারকরা। তারিফ করে ওঠেন ইমন চক্রবর্তী, শান্তনু মৈত্র। রাঘব চট্টোপাধ্যায় তো সাফ সাফ বলেই দেন, 'হেমন্ত বাবুর (হেমন্ত মুখোপাধ্যায়) পর কাউকে এত ভালো রানার গাইতে শুনলাম।'

কে কী বলছেন?

চ্যানেলের তরফে এই প্রোমো প্রকাশ্যে আনতেই অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আরাত্রিকা এত ভালো গান করে, তাও golden guitar দেওয়া হয় না। কিন্তু ওই অনীক জানা যখন বিচ্ছিরি গান করে নাক দিয়ে, ওইটা সবার অনবদ্য লাগে।' আরেকজন লেখেন, 'আরাত্রিকা সি পি এমের মিছিল মিটিংয়ে গান করে বলে গোল্ডেন গিটার পায় না, ঠিক আছে আরাত্রিকা তোমার জন্য আমরা আছি, আমরা যারা তোমার গান শুনি তারা গোল্ডেন গিটার দিয়ে দিই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বোনের কন্ঠে সব গানই সুন্দর লাগে কিন্তু এরকম প্রতিবাদী গান এক কথায় অসাধারণ।'

আরও পড়ুন: 'আঁতেলদের অভদ্রতামি সুপ্ত থাকে', কাঞ্চন বিতর্কে নেটিজেনকে 'রূঢ়' ভাষায় কটাক্ষ করতেই ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

আরও পড়ুন: 'কেউ কাউকে জোর করে শুতে বলে না', টিভির জগতে যৌন নিগ্রহ নেই, যা ঘটে সবটাই 'দুপক্ষের সম্মতি'তে! দাবি কাম্যার

সারেগামাপা প্রসঙ্গে

এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।

বায়োস্কোপ খবর

Latest News

মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক আলিয়ার ‘জিগরা’ কি পুরনো সিনেমার গল্প থেকে নেওয়া? কোন সিনেমা, কারা ছিলেন তাতে নতুন টুইস্ট! জোর চর্চা যিশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার নেপথ্যে ১ নয়, জোড়া ব্যক্তি? ১টি নয়, বাংলা পেতে পারে আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস! কোন কোন রুটে? রইল তালিকা CFL 2024: প্রবল বৃষ্টিতে জল থৈ থৈ মাঠ, হাফ-টাইমেই স্থগিত মহামেডান-ভবানীপুর ম্যাচ ডায়মন্ডহারবারে বিচারকের আবাসনে 'হামলা', ক্লোজ করা হল এসআইকে, বাড়ল সুরক্ষা ৭০ বছরের উর্ধ্বে প্রত্যেক প্রবীণের জন্য ‘আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা’-কেন্দ্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.