অভিনেতা রাঘব জুয়াল শাহরুখ খানের বাংলো 'মন্নত'-এর জাঁকজমক দেখে হতবাক হয়ে গিয়েছিলেন, যখন তিনি প্রথমবার আরিয়ান খানের সঙ্গে দেখা করতে প্রথম সেখানে গিয়েছিলেন। তিনি জানান যে তাকে প্রথমে সিকিউরিটি স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং আরও বলেন যে মন্নতে আরিয়ানের নিজের জন্য একটা গোটা ফ্লোর রয়েছে।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘব মুম্বইয়ের শাহরুখের বাসভবন 'মান্নাত'-এ যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি শাহরুখের ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে 'মান্নাত'-এ গিয়েছিলেন, যার সঙ্গে তিনি ‘The Ba***ds of Bollywood’-এ কাজ করছিলেন।
রাঘব বলেন, ‘প্রথমবার যখন আমি 'মান্নাত'-এ প্রবেশ করি, ওখানে বিমানবন্দরের মতো একটি স্ক্যানার ছিল। আমাকে এর মধ্য দিয়ে যেতে হয়েছিল, কারণ তখন লোকেরা ভাবছিল, 'এই লোকটি কে? কেউ কি কাজ খুঁজতে এসেছে?।’
তিনি আরও বলেন, ‘ভুল করে আমি আরিয়ানকে জিজ্ঞাসা করেছিলাম তাঁর ঘর কোনটি। তখনই আমি বুঝতে পারলাম, এটা শাহরুখ খানের বাড়ি- এখানে নিজের ঘর নেই, এখানে পুরো ফ্লোর নিজের। আরিয়ান হেসে বলল, 'চল, উপরে যাই'। এবং অবশ্যই, একটি ফ্লোর তাঁর ছিল। আমরা সেখানে বসে গল্প করি এবং পরে তাঁর বন্ধুদের সঙ্গে ডিনারে যাই।’
রাঘবের জানান, তাঁর কাছে মন্নতের অভিজ্ঞতাটি প্রায় স্বপ্ন দেখার মতো ছিল। তাই তিনি বেরিয়েই প্রথমে তাঁর মাকে ফোন করেছিলেন। তিনি তার মাকে বলেছিলেন যে তিনি এইমাত্র 'মান্নাত'-এ গিয়েছিলেন এবং তিনি সঙ্গে ভেতরটা কেমন, বাথরুম থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত, সবকিছু সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। রাঘব স্বীকার করেন মাকে রীতিমতো শান্ত করতে হয়েছিল এবং রসিকতা করে বলেন যে তিনি ‘দালাল (broker) হিসাবে সেখানে যাননি’।