ডান্স ইন্ডিয়া ডান্সে 'কিংস অফ স্লো মোশন' হিসাবে খ্যাতি পাওয়া থেকে শুরু করে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডআস অফ বলিউড’-এ অভিনয়, বিনোদন জগতে লম্বা পথ অতিক্রম করেছেন রাঘব জুয়াল। সম্প্রতি একটি চ্যাটে রাঘব তাঁর কেরিয়ার শুরুর দিকের কথা স্মরণ করেছেন।
‘আমি যখন প্রথম মুম্বইতে আসি, তখন আমার কিছুই ছিল না। তবে সেই পর্বটাও আমি উপভোগ করেছি। আমি যখন পৌঁছেছিলাম, তখন আমার কিছুই ছিল না। তবে সেই পর্বটাও আমিও উপভোগ করেছি। আমি কখনও এই ভেবে দুঃখ পাইনি, 'ওহ, আমার কিছুই নেই। বড়া পাও খাওয়ার জন্য ওটা আমার সেরা সময় ছিল। আমরা দশজন এক রুমে থাকতাম। আমাদের ফ্রিজ কাজ করত না, তাই আমরা আমাদের অন্তর্বাস সংরক্ষণের জন্য এটিকে আলমারি হিসাবে ব্যবহার করেতাম। যদি কেউ ভুলবশত এটি খুলে দিত, তবে তাঁরা হতবাক হয়ে যেতেন।’
মুম্বইয়ে এসে নিজেকে বদলাতে হয়েছে কি না এই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘আমি খুব আত্মবিশ্বাসী। যদি ১০ জন লোক ইংরেজিতে কথা বলে, তার মাঝেও আমি হিন্দি এবং উর্দুতে কথা বলতে পারি। আমি মনে করি সবাই আমার প্রতি সদয় হয়েছে, যে কারণে আমি কাজ পাচ্ছি। এর আগে যারা আমাকে সিনেমায় কাস্ট করতেন না, তাদের বলতাম, 'নেক্সট টাইম বেটার লাক'। প্রযোজকরা আমার আত্মবিশ্বাস দেখে হতবাক হয়ে যেতেন।’
রাঘবের জার্নি সম্পর্কে
দেরাদুনের বাসিন্দা রাঘব ২০১১ সালে মুম্বইয়ে এসেছিলেন। ডান্স ইন্ডিয়া ডান্সে নৃত্যশিল্পী হিসাবে দেশব্যাপী খ্যাতি অর্জনের পরে, রাঘব এবিসিডি ২ (২০১৫) দিয়ে অভিনেতা হিসেবে নিজের জার্নি শুরু করেন। পরে তিনি নবাবজাদে, স্ট্রিট ডান্সার থ্রিডি এবং সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান, কিল, যুধরা মতো ছবিতে অভিনয় করেছিলেন। ২০২৫ সালে রাঘব আরিয়ান খানের বলিউড ডেবিউ ‘The Ba***ds of Bollywood’ দিয়ে কেরিয়ারে নতুন মাইলফলক পেয়েছেন। খবর রয়েছে শাহরুখ ও সুহানা খানের সিনেমা ‘কিং’-এও দেখা যাবে তাঁকে।