এম টিভির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘রোডিস’ আজ বহু বছর ধরে মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা ধরে রাখতেই সক্ষম হয়েছে। তবে এই জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ অনুষ্ঠানের বিচারক রঘু রাম। রঘুর বাচনভঙ্গি রীতিমতো আকর্ষণ করত দর্শকদের, এক কথায় এই শোয়ের প্রাণকেন্দ্র ছিলেন রঘু।
টেলিভিশন উপস্থাপক রঘু রাম সম্প্রতি এই প্রসঙ্গে বলেন, ‘আমি যে সব সময় খারাপ ব্যবহার করতাম তা নয়। অনেকের সঙ্গেই মিষ্টি ভাবে ব্যবহার করেছি আমি। কিন্তু যখন প্রতিযোগী নিজেদের মাত্রা ছাড়িয়ে যেত, তখনই আমরা আক্রমণাত্মক হতাম।’
আরও পড়ুন: গঙ্গাবক্ষে রোম্যান্টিক ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ২৬ দিনের মেয়েকে সামলে রোম্যান্স জারি!
আরও পড়ুন: 'বাবার মৃত্যুর কোনও অনুশোচনা নেই', কেন হঠাৎ এ কথা বললেন মুনমুন-কন্যা রিয়া?
কাজ প্রসঙ্গে রঘু বলেন, ‘একটা সময়ের পর প্রযোজকদের কাছ থেকে চাপ আসতে শুরু করে। বলা হয়, প্রতিযোগিতার সঙ্গে আরও খারাপ ব্যবহার করতে হবে। নাটকীয়তা তৈরি করতে হবে অনুষ্ঠানটির মধ্যে। কিন্তু অযথা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমি নারাজ ছিলাম তাই অনুষ্ঠানটি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।’
রঘু আরও জানান, ‘আমার যখনই মনে হয়েছে এটা আর আমাদের শো নেই, প্রযোজকরা যা করতে চাইছেন সেটাই করতে হবে আমাদের, তখনই এটি ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিই। সব কথায় বড্ড নাক গলানো হত, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। একটা সময় রোডিসের একটি মৌলিকত্ব ছিল, আমি চাই সেটা আবার ফিরে আসুক।’
আরও পড়ুন: জলপাইগুড়ির বাড়ির বাগান ঘোরালেন, দেখালেন কুল-কমলালেবুর গাছ, সবেদা দেখাতে রেলিং-এ উঠে পড়লেন মিমি
আরও পড়ুন: ডিভোর্স,লিভ ইন পেরিয়ে জয়শ্রীতে বাঁধা পড়েন! দাম্পত্যের ৯ বছর পার, ভরতের চেয়ে কত ছোট ২য় স্ত্রী?
প্রসঙ্গত, রঘু বিচারকের আসন ছেড়ে দেওয়ার পরেই রাজীবও অনুষ্ঠান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দুই ভাই অনুষ্ঠান ছেড়ে দেওয়ার পর কিছুটা হলেও ম্লান হয়ে যায় অনুষ্ঠানটির জনপ্রিয়তা। চলতি বছর রোডিসের ২০ তম সিজনে দেখা যাচ্ছে এলভিস যাদব, নেহা ধুপিয়া, প্রিন্স নারুলা, রিহা চক্রবর্তীকে। সঞ্চালকের ভূমিকায় বহুদিন বাদে ফের আরও একবার দেখা যাচ্ছে রণবিজয় সিংকে।