জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন রণবীর কন্যা রাহা। মেয়ের বয়স এক বছর হওয়ার পর তাঁকে ক্যামেরার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া। রাহার 'কিউটনেস' বরাবরই মুগ্ধ করেছে নেটিজেনদের। এবার খুদে রাহার গুণে ফিদা সব্বাই। অভিনয় রাহার রক্তে, তাঁর অভিনয় দক্ষতা জানতে এখনও অপেক্ষা করতে হবে, তবে একরত্তি যে শিল্পমনস্ক সে নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন আলিয়ার দিদি শাহিন ভাট, সেই ছবিটি তুলেছেন তাঁর ২ বছর ২ মাসের বোনঝি রাহা।
মঙ্গলবার শাহিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন মহেশ ভাট ও সোনি রাজদান কন্যা। ক্যাপশনে তিনি লেখেন, 'ছবি তুলেছে রাহা', যা ইন্টারনেটকে রীতিমতো অবাক করে দিয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘রাহা বাবা পথে হাঁটছে’। আরেকজন লিখেছেন, ‘রাহার ছবি তোলার দক্ষতাকে কুর্নিশ’। আরেকজন লেখেন, ‘কাপুর পরিবারে আরেক শিল্পী তৈরি হচ্ছে’। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রণবীর দুর্দান্ত ছবি তোলেন সে কথা কারুর অজানা নয়। পর্দায় তিনি শুরু ফটোগ্রাফারের চরিত্রের (ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি) সঙ্গে সুবিচার করেননি, বাস্তবেও দারুণ ছবি তোলেন রণবীর। বাবার সেই গুণ মেয়েও পেয়েছে তা স্পষ্ট।
রাহা কাপুর সম্পর্কে
প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে সাত পাক ঘোরেন রণবীর-আলিয়া। ওই বছরই নভেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, সেই নিয়ে কম চর্চা হয়নি। মেয়ের জন্মের পর রণবীর-আলিয়া লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন মেয়েকে, পাপারাৎজিরাও রালিয়ার ইচ্ছেকে সম্মান জানিয়েছিল। ২০২৩ সালের ক্রিসমাসে কাপুর পরিবারের ঐতিহ্যবাহী মধ্য়াহ্নভোজে যোগ দেওয়ার আগে দুম করেই মেয়েকে ক্যামেরার সামনে আনেন তারকা দম্পতি।
রাহার মাসি শাহিন ভাট একজন লেখক, পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করেন আলিয়ার দিদি। তাঁর প্রথম বইটি ছিল ‘আই হ্যাভ নেভার বিন (আন) হ্যাপিয়ার', যা মূলত একটি স্মৃতিকথা। ডিপ্রেশনের সঙ্গে শাহিনের লড়াই নিয়েই এই ছবই। আলিয়ার প্রোডাকশন হাউজ সানশাইন প্রোডাকশনেরও অংশ শাহিন। এখনও অবধি, তারা নেটফ্লিক্স ইন্ডিয়ার ডার্ক কমেডি ডার্লিংস এবং ভাসান বালা পরিচালিত জিগরা প্রযোজনা করেছেন। দুই ছবিতেই লিড চরিত্রে দেখা মিলেছে আলিয়ার।
এদিকে, ব্রহ্মাস্ত্রের পর সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ফের জুটি বাঁধবেন আলিয়া-রণবীর, এই ছবিতে থাকছেন ভিকি কৌশলও। আলিয়াকে আগামিতে দেখা যাবে আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আলফাতে। এই প্রথমবার কোনও মহিলা গুপ্তচরকে মুখ্য ভূমিকায় রেখে ছবি তৈরি করছে যশরাজ। ওদিকে রণবীরে ইতিমধ্যেই নীতেশ তিওয়ারির রামায়ণ-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। তাঁর হাতে রয়েছে অ্যানিম্যাল-এর পরবর্তী ভাগ অ্যানিম্যাল পার্কও।