কাপুর পরিবারের ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে! শাহিন ভাট তাঁর ইনস্টাগ্রামে থাইল্যান্ডে পরিবারের সকলকে নিয়ে ছুটি কাটানোর বেশ কয়েকটি সুন্দর ছবি শেয়ার করেছেন। পরিবারের সকলের সঙ্গেই নতুন বছর ২০২৫ শুরু করেছেন তিনি। তাঁদের এই ফ্যামিলি ট্রিপে অংশগ্রহণ করেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সঙ্গে ছিল তাঁদের মেয়ে রাহা কাপুরও। শাহিন ভাটের শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে এত সকলকে একসঙ্গে দেখে একটু বিভ্রান্ত হয়ে পড়ছে রাহা। আর তাকে সামাল দিচ্ছে বাবা রণবীর। তবে মা আলিয়া ব্যস্ত ছবি তুলতে।
ওই ফ্যামিলি গ্রুপ ছবিতে দেখা গয়েছে রণবীরের কোলে রাহা। তবে বাবা বা মেয়ে কারুরই ক্যামেরার দিকে চোখ নেই। কারণ এত সকলকে একসঙ্গে দেখে বেশ বিভ্রান্ত হয়ে পড়ছে রাহা। আর তাঁর মুড ঠিক করতে ব্যস্ত রণবীর। কিন্তু মা আলিয়ার চোখ ক্যামেরার দিকেই। তবে তাতে খামতি নেই মায়ের কর্তব্যে। কারণ ছবিতে দেখা যায় রণবীরের পাশে দাঁড়িয়ে আলিয়া তাঁর মেয়েকে জড়িয়ে রয়েছে, সম্ভব তাঁকে খানিক সামাল দেওয়ারো চেষ্টা করছেন।
রণবীর, আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে নায়কের বোন ঋদ্ধিমা কাপুর সাহানিকেও। তিনি তাঁর মেয়ে সামারা সাহানি ছবিতে ইয়টের সামনে বসেছিলেন। অন্যদিকে, অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন দুই শাশুড়ি সোনি রাজদান এবং নীতু কাপুর। রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে ছবিতে।
এর আগেও কাপুর পরিবারের ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাছাড়া শাহিনও অনেক ছবি ভাগ করে নিয়েছেন। যার মধ্যে একটিতে আলিয়ার সঙ্গে একটি সেলফি এবং অন্যটিতে সোনি রাজদানের সঙ্গে শাহিনকে দেখা গিয়েছে।
ছবিগুলি শেয়ার করে তিনি ক্যাপশনে গেইম্যানের একটি উক্তি লেখেন। তিনি লেখেন, ‘আমি আশা করি আপনাদেরও এই বছরটা দুর্দান্ত ভাবে কাটবে। আপনারা বিপজ্জনকভাবে এবং আপত্তিজনকভাবে স্বপ্ন দেখবেন, আপনারা এমন কিছু তৈরি করবেন যা আপনারা তৈরি করার আগে কোনও অস্তিত্ব ছিল না। আপনারাও ভালোবাসা পাবেন। আপনাদেরও কেউ পছন্দ করবে। বিনিময়ে তাঁরাও আপনাদের ভালোবাসা পাবে।’
আরও পড়ুন: শিবপ্রসাদ-নন্দিতা পর ‘WBFJA’-এর মনোনয়ন তালিকা থেকে রানা সরকার সরিয়ে নিলেন তাঁর ছবির নাম!
এর আগে গত সপ্তাহে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন আলিয়া। ছবিগুলি শেয়ার করে নায়িকা লিখেছিলেন, ‘২০২৫ যেখানে প্রেম নিয়ে যায় এবং বাকিটা কেবল অনুসরণ করে ...!! শুভ নববর্ষ জানাই সকলকে।’ তিনি কাপুর পরিবার এবং তাঁর মা সোনি রাজদানের সঙ্গে তাঁর নববর্ষ উদযাপনের একাধিক ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
কাজের ক্ষেত্রে আলিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘জিগরা’ ছবিতে। এরপর রণবীরের সঙ্গে সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, 'ওয়ার ২'-এর পরিচালনায় বর্তমানে ব্যস্ত অয়ন।